Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তারেককে দলীয় দায়িত্ব ছারতে বললেন ডা. জাফরুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:৫১ PM

bdmorning Image Preview


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় দায়িত্ব ছেড়ে লন্ডনে লেখাপড়া করতে আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। একইসঙ্গে তিনি বিএনপির নেতাকর্মীদের তারেক রহমানের সিদ্ধান্তের দিকে না তাকিয়ে নিজেদের আন্দোলন করতে বলেন।

তিনি বলেছেন, এখন নাক গলানো বন্ধ করতে হবে। ওহি দেওয়া, স্কাইপের মাধ্যমে নির্দেশনা দেওয়া বন্ধ করতে হবে। ওখানে বসে দু’বছর মাস্টার্স বা এমফিল করো। তরুণদের ওপর দায়িত্ব ছেড়ে দাও। তাহলে এরা (অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা) তোমাকে (তারেক রহমান) জয়যুক্ত করবে এবং তোমার মাকে কারামুক্ত করবে। এটাও সত্য কথা, খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি প্রায় অসম্ভব।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী সকল বিএনপির নেতাকর্মীদের মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট চত্বরে কালো পতাকা মিছিল ও পদযাতা করেছেন।

‘বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার কোন পথে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহামনও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন ডা. জাফরুল্লাহ। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল (এনএলসি) এই সেমিনারের আয়োজন করে।

সংগঠনের চেয়ারম্যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি গোলাম রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন ও সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি প্রমুখ বক্তৃতা করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারাও ওহি দ্বারা পরিচালিত হচ্ছেন। এটাই এই জাতির চরম দুর্ভাগ্য। আপনাদের ওহি আসছে লন্ডন শহর থেকে, স্কাইপের মাধ্যমে। আপনারা এটা ছাড়েন। আপনাদের মাঝে চৌকস কিছু নেতা আছে, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। দেখবেন দেশবাসী আপনাদের পাশে আছে।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, পাটকল শ্রমিকরা এই শীতের মাঝেও কম্বল গায়ে বসে আছেন, আপনারাও অনন্ত দুটো দিন হাইকোর্টের মাঠে বসে থাকুন। দেখুন, আমাদের বিচারপতিদের বুকে সাহস আছে কিনা? তারা (বিচারপতিরা) ন্যায়ের জন্য দাঁড়ায় কিনা, তাদের (বিচারপতি) মনে এক মূহূর্তের জন্য প্রশ্ন জাগে কিনা এই জনতার মঞ্চে তাদের (বিচারপতিদের) বিচার হবে?

খালেদা জিয়ার জামিন আবেদনের প্রসঙ্গে তিনি বলেন, খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তকেও সুপ্রিম কোর্টের জামিন দেওয়ার বহু উদাহরণ আছে। অথচ খালেদা জিয়াকে জামিন দেওয়া হলো না। তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ না থাকলে তাকে হাসপাতালে আটকে রেখেছো কেন? অথচ খালেদা জিয়া অসুস্থ কি না তা দেখতে বিচারপতিরা মেডিক্যাল রিপোর্ট চাইলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার কারাবাসের দুই বছর হতে চললো। যারা তাকে কারাগারে রেখেছেন তারা আইনের দৃষ্টিতে অপরাধী।

সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল-পদযাত্রা

সোমবার দুপুরে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমানের নেতৃত্বে আইনজীবীরা সুপ্রিম কোর্ট চত্বরে কালো পতাকা মিছিল ও পদযাত্রা করেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কালো পতাকা নিয়ে আইনজীবীদের মিছিলটি সুপ্রিম কোর্ট এলাকা অতিক্রম করে মাজার গেটে যায়। এরপর আবার তারা সমিতি ভবনের সামনে ফিরে আসেন। এ কর্মর্সূচিতে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ আইনজীবী অংশ নেন।

 

Bootstrap Image Preview