Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রক্তের রঙ নীল কেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৫০ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৫৩ AM

bdmorning Image Preview


রোডি আইল্যান্ডের এক অল্পবয়স্ক নারী দুর্বলতা, ক্লান্তি, শ্বাসকষ্ট ও নীল ত্বক নিয়ে জরুরি বিভাগে যান। চিকিৎসকেরা তার ধমনী থেকে রক্ত নিয়ে দেখেন যে এটি স্বাভাবিক উজ্জ্বল লালের পরিবর্তে গাঢ় নীল।

সেই নারীর শরীরে মিথেমোগ্লোবিনেমিয়া নামক রক্তরোগ ধরা পড়েছে। এ রোগে লোহিত রক্তকণিকার প্রোটিন হিমোগ্লোবিন শরীরের টিস্যুতে সুষ্ঠুভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না। এ কন্ডিশনে ত্বক ও রক্ত নীল হয়ে যেতে পারে।

এ রোগটি বংশের ধারায় প্রবাহিত হতে পারে অথবা ওষুধের প্রতি রিয়্যাকশন থেকে হতে পারে। এ কেসের নারীটি উপসর্গ দেখা দেওয়ার পূর্বে দাঁত ব্যথার জন্য উচ্চ ডোজে টপিক্যাল অবশকারী ওষুধ ব্যবহার করেছিলেন।

তার এ রক্তরোগের চিকিৎসায় মিথাইলিন ব্লু নামক ওষুধ প্রয়োগ করা হয়েছিল, যা দ্রুত এ কন্ডিশনকে রিভার্স করেছিল, অর্থাৎ রক্তকে স্বাভাবিক রঙে ফিরিয়ে এনেছিল। পরের দিন সকালে তিনি ঘরে ফিরতে সক্ষম হয়েছেন।

Bootstrap Image Preview