Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচ‌নের দিন ৩০ ডিসেম্বর ‘গণত‌ন্ত্রের বিজয় দিবস’ পালন করবে আ’লীগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৫৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের দিন, অর্থাৎ ৩০ ডি‌সেম্বর (সোমবার) ঢাকাসহ সারা‌দে‌শে ‘গণত‌ন্ত্রের বিজয় দিবস’ পালন কর‌বে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 

সোমবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সাম‌নে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ সভপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সারাদেশে সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হবে। ঢাকায় সোমবার বিকেল ৩টায় সমাবেশ করা হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বাকি কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন কাদের। এর আগে রোববার দুপুরে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ অধিকাংশ কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেসময় সংরক্ষিত নারী কাউন্সিলর ও কিছু ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত না হওয়ায় রাতে তাদের নাম ঘোষণা করা হয়।

Bootstrap Image Preview