Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় ৪৯তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী

মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় জাতীয় স্কুল ও মাদ্রাসার ৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার সকল স্কুল, মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপি নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা বালিকা উচ্চ ববিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.কামাল হোসেন এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল হাসেম প্রমুখ।

খেলাধুলা করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপক উন্নতি ঘটে উল্লেখ করে বিভীষণ কান্তি দাশ বলেন, খেলাধুলা একে অপরের সাথে মিলেমিশে কাজ করার মানসিকতা,আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।

তাছাড়া খেলাধুলা এক ধরনের বিনোদন,যা শিক্ষার্থীদের মন ভালো রাখার বিশেষ উপায়। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ায়।

শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনযোগী হওয়ারও আহবান জানান তিনি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম,আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলী আক্কাছ মিয়াজী সহ উপজেলার সকল প্রতিষ্ঠানের শরীর চর্চার শিক্ষকগণ উপস্থিত থেকে খেলাধুলা পরিচালনা করেন।

খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

Bootstrap Image Preview