Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুরু হলো পুরুষ জাতীয় হ্যান্ডবল টুর্নামেন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ১২:২৬ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ১২:৩৬ PM

bdmorning Image Preview


শুরু হলো ২৯তম পুরুষ জাতীয় হ্যান্ডবল টুর্নামেন্ট। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সমি ব্যাংক লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকাল চারটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হাসানউল্লাহ খান রানা, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক এস.এম খালেকুজ্জামান প্রমুখ।

বিকেলে টুর্নামেন্টের আনুষ্ঠািনক উদ্বোধন হলেও সকালেই শুরু হয় টুর্নামেন্ট। আজ মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
সকাল আটটায় অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ৪০-১৬ গোলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।

দিনের দ্বিতীয় ম্যাচে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ৩৩-১৪ গোলে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থাকে, তৃতীয় ম্যাচে
ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ৪২-১১ গোলে বরগুনা জেলা ক্রীড়া সংস্থাকে, চতুর্থ ম্যাচে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ৩০-২৪ গোলে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।

এ ছাড়া- পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ৩০-১০ গোলে গোপালগঞ্জ, চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ২৩-১৬ গোলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ৩২-১৪ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা , বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা ২৩-১৮ গোলে নাটোর জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া ক্রীড়া সংস্থা ৩১-০৬ গোলে পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ২৮-১৬ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ১৮-০৭ গোলে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।

Bootstrap Image Preview