Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গণমাধ্যমের বিরুদ্ধে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাব্বানীর যত অভিযোগ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩০ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গণমাধ্যম চাইলেই ‘মিডিয়া ট্রায়াল’ এর মাধ্যমে নিরাপরাধীকে অপরাধী বানাতে পারে। আবার নিরেট ভন্ডকেও হিরো বানাতে পারে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) জিএস গোলাম রাব্বানী।

শনিবার ২৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।

বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদগুলোর সত্যতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গোলাম রাব্বানী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,

“এদেশের বেশিরভাগ সাদামাটা মানুষের মতো ছোটবেলায় আমারও বদ্ধমূল ধারণা ছিলো, ছাপার অক্ষরে যা লেখা হয় বা টিভি পর্দার সামনে যা বলা হয় তার পুরোটাই বোধহয় সত্য! কিন্তু সত্য আর মিথ্যার মাঝের শুভঙ্করের ফাঁকির জ্ঞানটুকু যে জীবনের তিক্ত অভিজ্ঞতা দিয়ে অর্জিত!

‘মিডিয়া ট্রায়াল’ এর মাধ্যমে নিরাপরাধীকে অপরাধী এবং ভন্ডকেও হিরো বানানো হয় বলে মন্তব্য করে তিনি লিখেছেন, সেলুকাসের মিডিয়া, স্যালুট আপনাদের। চাইলেই ‘মিডিয়া ট্রায়াল’ এর মাধ্যমে নিরাপরাধীকে অপরাধী বানাতে পারেন, আবার নিরেট ভন্ডকেও হিরো বানাতে পারেন!

দেশে সংবাদ বেশি পরিমাণে বিক্রি এবং বিকৃতি হয় বলে মন্তব্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের। তিনি বলেছেন, দুঃখজনক হলেও সত্য, সংবাদটা এদেশে একটু বেশি ‘বিক্রিত’ হবার (অপ) প্রয়াসে অনেক বেশি ‘বিকৃত হয়ে যায়।”

Bootstrap Image Preview