Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অ্যাকাউন্ট খুলতে বাধ্য করছে ফেসবুক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৩:১৯ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৩:১৯ PM

bdmorning Image Preview


আপনি যদি ম্যাসেঞ্জার ব্যবহার করার কথা ভাবেন তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। এর আগে ফোন নম্বর দিয়ে ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট সাইন ইন করা গেলেও এখন ফেসবুক আপনাকে বাধ্য করবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট ম্যাসেঞ্জার ব্যবহার করতে ফেসবুক বাধ্যতামূলক করার বিষয়টি নিশ্চিত করে।

ফেসবুকের এক কর্মকর্তা জানান, আপনি ম্যাসেঞ্জারের নতুন ব্যবহারকারী হলে দেখবেন সেখানে ফেসবুক অ্যাকাউন্ট তৈরির কথা বলা হচ্ছে। যদি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি না করেন তাহলে বন্ধু ও অন্যান্যদের সঙ্গে চ্যাট করতে পারবেন না। অধিকাংশ ব্যবহারকারীই ফেসবুকে লগইন করে ম্যাসেঞ্জার ব্যবহার করে। প্রতিষ্ঠানটি প্রক্রিয়াটিকে আরও সহজ করতে চাইছে। তবে যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া ম্যাসেঞ্জার ব্যবহার করছেন, তাদের সুবিধা বন্ধ হবে না। বর্তমানে প্রতি মাসে ১৩০ কোটি গ্রাহক ফেসবুক ম্যাসেঞ্জার সেবা গ্রহণ করছেন। 

এদিকে কয়েকজন ম্যাসেঞ্জার ব্যবহারকারী অভিযোগ করেছেন। তাদের অভিযোগ- মোবাইল নম্বর দিয়ে ম্যাসেঞ্জারে সাইন ইন করতে গেলে ‘ইরর’ লেখা দেখাচ্ছে। এর মানে ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া ম্যাসেঞ্জারে ঢুকতে দিচ্ছে না।

উদ্যোগটিকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামকে এক প্ল্যাটফর্মে সংযুক্ত করার উদ্যোগ হিসেবে দেখছে। অ্যাপ তিনটির সব আলাদা হিসেবে থাকলেও গভীর স্তরে অ্যাপগুলো সংযুক্ত থাকবে। গ্রাহক চাইলেই এক অ্যাপ থেকে অন্য অ্যপে যোগাযোগ করতে পারবেন যা বর্তমানে নেই। 

এ বিষয়ে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, ব্যবহারকারীরা চাইলেই বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে এই প্রতিষ্ঠানের যেকোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন। যেকোনো একটি সেবা ব্যবহার করে ফেসবুকের সব নেটওয়ার্কে বার্তা পাঠানোর সুবিধা চালু করা হচ্ছে। 

Bootstrap Image Preview