Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় ভারত ত্যাগের নির্দেশ নরওয়ের পর্যটককে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৬:২৯ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৬:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রদান করায় নরওয়ের পর্যটককে ভারত ছাড়তে বাধ্য করা হলো। এর আগে একই কারণে ভারতে অধ্যয়নরত জার্মান এক শিক্ষার্থীকেও নিজ দেশে ফেরত যেতে বাধ্য করা হয়।

ফেসবুকে ওই পর্যটক লেখেন, ‘আমাকে দেশ ছাড়তে বলা হয়েছে এখনই। অন্যথায় আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলা হয়েছে।’

নরওয়ে থেকে ভারতে আসা পর্যটক জেন-মেট জোহানসন নামের এই পর্যটক ফেসবুকে নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদের ছবি পোস্ট করেছিলেন। শুক্রবার তিনি ফেসবুকে দেয়া অপর এক পোস্টে লেখেন, ‘আমাকে দেশ ছাড়তে বলা হয়েছে এখনই। অন্যথায় আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি এর ব্যাখ্যা চাই ও লিখিত ভাবে তা দিতে বলি। আমাকে বলা হয় আমি লিখিত ভাবে কিছু পাব না।’

ভারতে বিদেশিদের আঞ্চলিক নিবন্ধীকরণ দফতরের তরফ থেকে জানানো হয় ওই পর্যটক ভিসা বিধি লঙ্ঘন করায় তাকে দেশ ছাড়তে বলা হয়েছে।এই পর্যটক তার ফেসবুক পোস্টে আরো জানান, ‘ব্যুরোর এক কর্মী আমি ফ্লাইটের টিকিট না কেনা পর্যন্ত আমার সামনে থেকে যাননি। এখন আমি বিমান বন্দরে যাচ্ছি। এক বন্ধু দুবাইয়ের টিকিটের বন্দোবস্ত করে দিয়েছে। আমি সেখান থেকে সুইডেনের টিকিট পেয়ে যাব।’

পরবর্তীতে অবশ্য এই ফেসবুক পোস্টটি মুছে ফেলেন জেন-মেট জোহানসন।এর আগে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার কারণে আইআইটি মাদ্রাজের জার্মান পড়ুয়া জ্যাকব লিন্ডেনথালকেও দেশে ফেরত পাঠানো হয়েছিল। এনডিটিভি।

 

Bootstrap Image Preview