Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিরমিনোর জোড়া গোলে লেস্টারকে বিদ্ধস্ত করলো লিভারপুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০২:৪৪ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ০২:৪৪ PM

bdmorning Image Preview


বক্সিং ডে-তে অসাধারণ পারফম্যান্স উপহার দিলো চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোর জোড়া গোলে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিলো অল রেডরা। সে সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা লেস্টারের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিলো ১৩ পয়েন্টের।

বক্সিং ডে ফুটবলে প্রতিপক্ষ লেস্টারের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামেই খেলতে গিয়েছিল মোহামেদ সালাহ, রবার্তো ফিরমিনোরা। ইংলিশ ফুটবলের সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই ম্যাচটি। কারণ, পয়েন্ট তালিকার ফাস্ট বয় এবং সেকেন্ড বয়ের লড়াই ছিল এটি। তার ওপর খেলাটি লেস্টারের মাঠে। সুতরাং, লিভারপুল কি করে সেটাই ছিল সবার দেখার।

কিন্তু ঘরের মাঠে লিভারপুলের তুমুল আক্রমণের মুখে টিকতেই পারলো না লেস্টার সিটি। পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেয়ার যে লক্ষ্য ছিল তাদের, সেটাও হলো না। উল্টো লিভারপুলকে আরও অনেকদুর এগিয়ে দিলো লেস্টারের এই পরাজয়।

রবার্তো ফিরমিনোর চেয়েও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড। একটি গোল নিজে করেছেন তিনি। এছাড়া দুটিতে ছিল প্রত্যক্ষ সহযোগিতা। সঙ্গে রবার্তো ফিরমিনো করেছেন জোড়া গোল এবং জেমস মিলনার করেন এক গোল।

এই জয়ে লিভারপুলের সামনে ৩০ বছর পর এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের হাতছানি। মোহামেদ সালাহ এবং ফিরমিনোদের হাত ধরেই আবারও ইংল্যান্ড সেরা হতে যাচ্ছে অলরেডরা।

ম্যাচের ৩১তম মিনিটে গোলের সূচনা করেন রবার্তো ফিরমিনো। জেমস মিলনার পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন ৭১ মিনিটে। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন ফিরমিনো। সর্বশেষ খেরার ৭৮ মিনিটে লেস্টারের জালে পরাজয়ের শেষ পেরেক ঠুকে দেন ট্রেন্ট আলেকজান্ডার আরকল্ড।

Bootstrap Image Preview