Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাফুফের ব্যাধি সারাবে কোন ওঝা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview


প্রিমিয়ার ফুটবল লিগের সূচি পরিবর্তন ঢাকার মাঠের দর্শকদের চোখ সওয়া। প্রতি লিগেই দফায় দফায় সূচি পরিবর্তন করা হয়। এবার ফেডারেশন কাপেও সেই ধারা অব্যাহত রইল। গত ১৮ ডিসেম্বও মৌসুমসূচক ফেডারেশন কাপ শুরু হওয়ার পাঁচদিন না যেতেই বদলে গেছে।

নতুন সূচি অনুযায়ী, সোমবারের খেলা আজ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩টা ৩০ মিনিটে উত্তর বারিধারা খেলবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র।

প্রতি মৌসুমেই যে কোনো টুর্নামেন্ট বা লিগ শুরুর পর দফায় দফায় সূচি পরিবর্তন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পুরনো অভ্যাস। নতুন মৌসুমেও নিজেদের পথেই হেঁটেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বাফুফের এ ধরনের কার্যকলাপ গা সওয়া হয়ে গেছে ক্লাবগুলোর। দর্শকরা বিরক্ত। নতুন সূচিতে বদলে গেছে গ্রুপের ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত। আগে ৪ জানুয়ারি ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী হবে পরের দিন। গ্রুপপর্ব ২৭ ডিসেম্বরের পরিবর্তে ২৮ ডিসেম্বর শেষ হচ্ছে। একদিন বিরতি দিয়ে ৩০ ডিসেম্বর থেকে হবে শেষ আটের লড়াই। ২ ও ৩ জানুয়ারি দুটি সেমিফাইনাল।

টুর্নামেন্টের ডি-গ্রুপের চার দলেরই খেলা আজ। এখন পর্যন্ত একমাত্র শেখ রাসেল ক্রীড়া চক্র এক জয়ে তিন পয়েন্ট সংগ্রহ করেছে। এক পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মোহামেডান ও মুক্তিযোদ্ধা। পয়েন্টশূন্য উত্তর বারিধারা। চার দলেরই এখনও দুটি করে ম্যাচ বাকি।

তাই এখনও হিসাব-নিকাশ বাকি এই গ্রুপের। আজ দু’ম্যাচ শেষে জানা যাবে ডি-গ্রুপ থেকে কোন দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার। রানার্সআপ দল তিন লাখ টাকা। এছাড়া অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি দল পাবে এক লাখ টাকা করে।

Bootstrap Image Preview