Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঊনিশে রেকর্ডময় মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০২:৫৬ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ০২:৫৬ PM

bdmorning Image Preview


একের পর এক রেকর্ড গড়ে ২০১৯ সালটা স্মরণীয় করে রেখেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ফিফার বর্ষসেরা ফুটবলারের সঙ্গে জিতেছেন রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর ট্রফি। তার সাফল্যে উড়ছে বার্সেলোনাও। জাতীয় দলের হয়ে খুব একটা আলো ছড়াতে পারেননি। নতুন বছরেও রেকর্ডের ধারা অব্যাহত রাখবেন এ ফটুবল জাদুকর এমন স্বপ্নই দেখেন তার সমর্থকরা। এ বছর মেসির চমৎকার সব অর্জনের খবর থাকছে সময়-এর প্রতিবেদনে।

লিওনেল মেসি। ফুটবল দুনিয়ায় যার নাম শুনলেই হৃদয়ে কাঁপন ধরে যায় সর্মকদের। মেসি মানেই জাদু। মেসি মানেই যে কোনো সময় ম্যাচের মোর ঘুরিয়ে দেয়া। লিওনেল মেসি মাঠে নামলে শুধু নিজেই খেলেন তা নয়। তার সান্নিধ্যে অনুপ্রাণিত হন তার সতীর্থরাও। ক্লাব ফুটবল কিংবা জাতীয় দল। সব জায়গাতেই অভিষেকের পর থেকেই একের পর এক ঝলক দিয়ে যাচ্ছেন এ আর্জেন্টইন তারকা।

২০১৯ সাল স্বপ্নের মতো কেটেছে লিওনেল মেসির। লা লিগায় ৩৪ ম্যাচে করেছেন ৩২ গোল। চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে অংশ নিয়ে করেছেন ৮ গোল। কোপায় ৩ এবং আন্তর্জাতিক ১০ ম্যাচ খেলে করেছেন ৫ গোল।

শুধু কী তাই? ২০১০ সাল থেকে শুরু করে ২০১৯ পর্যন্ত ১০ ক্যালেন্ডার বছরে ৯ বারই ৫০ বা তার চেয়ে বেশি গোল করেছেন মেসি। এ বছর লা লিগায় তার উড়ে চলার সঙ্গে উড়ছে বার্সেলোনাও। শিরোপার পথে রিয়ালকে পেছনে ফেলে দাপটের সঙ্গেই এগুচ্ছে কাতালানরা। স্মৃতির পটে অনেকদিন ২০১৯ সালটা মনে রাখবেন মেসি সমর্থকরা। কারণ এ বছরই ফিফার বর্ষসেরা ফুটবলারের সঙ্গে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি অরও জিতেছেন মেসি।

এছাড়াও এবছর মেসির শোকেসে শোভা পেয়েছে আরও বেশ কিছু ট্রফি। ইউরোপিয়ান গোলডেন বুট জিতেছেন ৩২ বছর বয়সী এ তারকা। জেনে নেয়া যাক বার্সেলোনার হয়ে মেসির আরও কিছু পরিসংখ্যান। এখন পর্যন্ত ৭০১টি ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৬১৪টি। ক্যারিয়ারে হ্যাটট্রিক করেছেন ৫২টি। বার্সেলোনাকে লা লিগা উপহার দিয়েছেন ১০ বার। চ্যাম্পিয়ন্স লিগ চারবার। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ৭০টি।

ক্লাব ফুটবলে সোনালী সময় কাটালেও আর্জেন্টিনার হয়ে এ বছরও ম্লান ছিলেন মেসি। কোপা আমেরিকায় আলো ছড়াতে ব্যর্থ হয়েছেন। ইনজুরি কেড়ে নিয়েছে তার অনেকটা সময়। তারপরও আপন আলোয় উদ্ভাসিত মেসি। সামনেই নতুন বছর। নতুন সম্ভাবনা। জীর্ন জরা ভুলে। নতুন বছরে জাতীয় দলের হয়ে আরও সাফল্য পাবেন মেসি এমন স্বপ্নেই দিন গুণছেন তার সমর্থকরা।

Bootstrap Image Preview