Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মেরি ক্রিস্টমাসে সান্তা ক্লজদের দৌড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:৩৮ AM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:৩৮ AM

bdmorning Image Preview


বড়দিন বা মেরি ক্রিস্টমাস। সান্তা ক্লজের কাছ থেকে এই দিনটায় উপহার পেতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। কিন্তু সান্তা ক্লজ কি শুধু উপহারই দেন? না, আজকাল দৌড় প্রতিযোগিতায়ও অংশ নিতে দেখা যায় সান্তা ক্লজদের। সেটা কিভাবে? চলুন দেখে আসা যাক।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ক্রিস্টমাস বা বড়দিন। যিশু খ্রিস্টের জন্মদিন বলে কথা। তাই এ দিনটিকে নানা রঙে বর্ণের আলোকসজ্জায় সাজিয়ে উদযাপন করে খ্রিস্ট ধর্মাবলম্বীসহ সারা বিশ্বের মানুষ। করা হয় ভিন্ন ভিন্ন সব আয়োজন।

তেমনই এক আয়োজন করা হলো রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে। সান্তা ক্লসের পোষাক পড়ে স্যান্টার সাজে প্রতিযোগীরা অংশ নেয় এক দৌড় প্রতিযোগিতায়।

স্যান্টা ক্লস রানে প্রায় শতাধিক স্যান্টা অংশ নেয়। রাশিয়া ছাড়াও চীন ও সিআইএসভুক্ত দেশগুলো থেকে আগত স্যান্টা এতে অংশ নেয়। অনেকে প্রথমবার অংশ নিলেও, অনেকের জন্য মজার এই দৌড় প্রতিযোগিতাটি হয়ে উঠেছে আনন্দ উপভোগ্যের অন্যতম মাধ্যম। তাইতো প্রতিবছর এমন আয়োজনে সামিল হতে চান তারা।

প্রতিযোগীরা বলেন, 'এটা অসাধারণ একটি আয়োজন। আমি যদি ফিট থাকি, তাহলে চেষ্টা করবো প্রতিবছর এই প্রতিযোগিতায় অংশ নিতে। বয়সের দিকে আমি কখনোই তাকাবোনা। 

অ্যানাতোলি ব্রিউভিন বলেন, আমি সবাইকে এমন আয়োজনে সামিল হতে উদ্বুদ্ধ করবো। কারণ বড়দিন আর খেলা দুটো আমেজই এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা পাচ্ছি। আর ক্রিস্টমাস গাছও আছে এখানে। প্রথমবার এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সত্যিই দারুণ লাগছে।

Bootstrap Image Preview