Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ম্যানইউর খেলা আর বুড়ো মানুষের প্রেম দেখা একই’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:২২ AM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:২২ AM

bdmorning Image Preview


স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত ছয় মৌসুমের করুণদশা কাটাতে পারেননি ফার্গুসনের ছাত্র ওলে গানার সলশেয়ারও। প্রিয় দলের এ অবস্থায় ভীষণরকম ক্ষুব্ধ ও হতাশ রেড ডেভিলদের সাবেক তারকা স্ট্রাইকার এরিক ক্যান্টোনা।

সবশেষ ২০১৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে ম্যানইউ। শিরোপা জিতিয়ে অবসরে যান কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন। তারপর থেকেই পারফরম্যান্স নিন্মগামী রেড ডেভিলদের। ডেভিড ময়েস, লুইস ফন গাল, হোসে মরিনহোর হাত ঘুরে দায়িত্ব সলশেয়ারের কাঁধে। তার অধীনে পয়েন্ট টেবিলের আটে আছে সর্বোচ্চ ১৯বারের লিগ চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান ২৪।

যদিও সলশেয়ার কথা দিয়েছেন ম্যানইউর সোনালী সময় ফিরিয়ে দেবেন, এজন্য খানিকটা সময়ও চেয়েছেন। ক্যান্টোনার মতে আর কোনদিনও ফিরবে না সেই সময়। রেড ডেভিলদের হয়ে পাঁচ মৌসুমে চার লিগ শিরোপা জেতা ফরাসি তারকার কণ্ঠে শুধুই হতাশা।

‘ম্যানইউ সবসময় আমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। যদিও বর্তমান ম্যানইউর খেলা দেখা অনেকটা বুড়ো মানুষের প্রেম দেখার মতো। ব্যাপারটা অনেকটা এমন যে, আপনি অনেক পরিশ্রম করলেন কিন্তু দিনশেষে ফলাফল বেশ হতাশার।’

‘আমি কথাটা রূপক অর্থে বলছি। কিন্তু আমাকে নিয়ে বলছি না। বুড়ো বয়সে প্রেমের কথা বলাতে আমি দুঃখিত।’

Bootstrap Image Preview