Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মামলা করায় নুরকে লাল গোলাপ শুভেচ্ছা জানালেন সাদ্দাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৪ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ডাকসু কার্যালয়ে নিজের ও সঙ্গীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে আসামি করে মামলার প্রতিক্রিয়ায় ভিপি নুরকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক ডাকসু এজিএস সাদ্দাম হোসেন।

মঙ্গলবার দুপুরে প্রথমবার এবং সন্ধ্যায় দ্বিতীয়বার নুরের পক্ষে এই আবেদন নিয়ে থানায় শাহবাগ যান ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। তিনি ভিপি নুরের পক্ষ হয়ে থানায় এজাহার জমা দেন। মামলায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক ডাকসু এজিএস সাদ্দাম হোসেনসহ ৩৭ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার প্রতিক্রিয়ায় ডাকসু এজিএস সাদ্দাম হোসেন বলেন, আইনের আশ্রয় নেয়ায় ভিপি নুরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই। তাকে নিয়ে নতুন করে কিছু বলার নাই। নাটকবাজ ভিপি থেকে নুর দুর্নীতিবাজ ভিপিতে পরিণত হয়েছে। আর এখন দুর্নীতিবাজ থেকে মামলবাজ ভিপিতে পরিণত হয়েছে। তারপরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় তাকে সাধুবাদ।

এদিকে মামলার বিষয়ে ভিপি নুর বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে– হামলার ঘটনায় বিচার করা হবে। তাই মামলা করা হয়েছে। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরও আশ্বাস দিয়েছেন, এর বিচার হবে। শুধু মুক্তিযুদ্ধ মঞ্চের দুই-একজনকে গ্রেফতার করলে হবে না। ছাত্রলীগের মূল অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। তাহলে বুঝতে পারব সরকার এ ঘটনার বিচার করবে।

মঙ্গলবার সন্ধ্যায় মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি বলেন, আমরা তাদের আবেদন হাতে পেয়েছি। আগের মামলার সঙ্গে সংযুক্তির জন্য অভিযোগটি আদালতে পাঠাব।

নুরের করা আবেদনে বলা হয়- রোববার দুপুরে সংগঠনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমার কক্ষে অবস্থান করি। হঠাৎ মুক্তিযুদ্ধ মঞ্চ আমার কক্ষে প্রবেশ করে লাঠিসোটা নিয়ে হামলা করে চলে যায়।

এতে আরও বলা হয়, তারা আমার কক্ষের বাতি নিভিয়ে দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহকারে হত্যার উদ্দেশ্যে আমার ওপর ও ছাত্র অধিকার পরিষদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমার ডান হাত এবং ডান পাঁজর মারাত্মকভাবে জখম হয়।

Bootstrap Image Preview