Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:২৯ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:২৯ PM

bdmorning Image Preview


গোটা ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে চলমান প্রতিবাদে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড সেলিব্রিটিদের একাংশও সরব হয়েছে। এবার সেই আন্দোলনে সংহতি প্রকাশ করলেন ‘দাবাং গার্ল’ খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দাবাং থ্রি'র প্রমোশনে সিনেমার ব্যবসা নিয়ে প্রশ্ন করা হয় সোনাক্ষীকে৷ যার উত্তরে অভিনেত্রী বলেন, ‘দাবাং থ্রি'র ব্যবসার চেয়েও বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ করা৷’

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, গোটা দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে৷ ফলে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ করা সবচেয়ে জরুরি বলেই মন্তব্য করেন সোনাক্ষী৷

এর আগে, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাস্তায় নামেন ফারহান আখতার, সুশান্ত সিং রাজপুত, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ, হুমা কুরেশি, নন্দিতা দাস এবং রাকেশ ওমপ্রকাশ মেহরা।

মুম্বইয়ের রাস্তায় অস্থায়ী মঞ্চ বেঁধে প্রতিবাদে সরব হন এই বলিউড সেলিব্রিটিরা। এ ছাড়াও বিতর্কিত এই আইনে প্রতিবাদ করেছেন পরিণীতি চোপড়া, অদিতি রাও হায়দারি ও রাজকুমার রাও।

জানা গেছে, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করায় 'বেটি বাঁচাও বেটি পড়াও'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরিণীতিকে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি৷ আবার এ বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রীও৷

Bootstrap Image Preview