Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দাফন সম্পন্ন হল বীরাঙ্গনা খঞ্জনী বেগমের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৩ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বীর নারীর খেতাবপ্রাপ্ত ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর হাতে নির্যাতিত বীরাঙ্গনা আফিয়া খাতুন চৌধুরী ওরফে খঞ্জনী বেগমকে (৮০) স্বামীর কবরের পাশে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বাগিচাগাঁওস্থ বাসা সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা হয়। পরে দুপুর ২টায় স্বামীর বাড়ি কিং সোনাপুর গ্রামে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় কুমিল্লা নগরীর বাগিচাগাঁওস্থ বড় মসজিদ সংলগ্ন একমাত্র মেয়ে রোকসানা বেগমের বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক মেয়ে, জামাতা ও নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

Bootstrap Image Preview