Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবছরের সবথেকে ব্যবসা সফল সিনেমা শাকিবের ‘পাসওয়ার্ড’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৪১ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চলতি বছর মোট মুক্তি পেয়েছে ৫৪টি সিনেমা। এর মধ্যে কিছু সিনেমা আলোচনায় আসলেও তেমন ব্যবসা সফলতার মুখ দেখেনি একটিও। শুধু ব্যতিক্রম হয়েছে শাকিব খানের বেলায়। ঈদে মুক্তি পাওয়া তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি দারুণ ব্যবসা করেছে।

প্রযোজক-পরিবেশক সমিতি, হল মালিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এরকম তথ্য জানা গেছে।

‘পাসওয়ার্ড’ নিয়ে মধুমিতা হলের ম্যানেজার রেজাউল করিম বলেন, ‘২০১৯ সালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা শাকিব খানের ‘পাসওয়ার্ড’। আমাদের হলেও টানা তিন সপ্তাহ চলেছে। এ বছর ‘পাসওয়ার্ড’-এর বাইরে আর কোনো সিনেমা ভালো যায়নি।’

এ বিষয়ে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমার হলে টানা তিন সপ্তাহ ‘পাসওয়ার্ড’ সাফল্যের সঙ্গে চলেছে।’

‘পাসওয়ার্ড’ মুভির সাফল্যে উচ্ছ্বসিত নায়ক ও প্রযোজক শাকিব খান বলেন, ‌‘এ বছর সফলতার শীর্ষে অবস্থা করছে ‘পাসওয়ার্ড’। সিনেমার মান দেখে দেশের মানুষ ‘পাসওয়ার্ড’ সাদরে গ্রহণ করেছেন, দেশের বাইরেও চলেছে। খুব ভালো ব্যবসা করেছে।’

সিনেমাটির সহ-প্রযোজক ইকবাল হাসান বলেন, ‘পাসওয়ার্ড’ ইতিহাস তৈরি করেছে। মুক্তির প্রথম দিন ৭০ লাখ টাকা ব্যবসা করেছে। গত ২০ বছরের রেকর্ড ১৬৬ হলে সিনেমাটি মুক্তি পেয়েছে প্রথম সপ্তাহে।’

এছাড়া হল মালিক ও প্রদর্শক সমিতির নেতারা বলেছেন, সুপারহিট থেকে বাম্পারহিট হয়েছে পাসওয়ার্ড। এটা এই বছরের সেরা ব্যবসা সফল সিনেমা।

মালেক আফসারীর পরিচালনায় আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বুবলী। এছাড়া আরো অভিনয় করেন মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ।

 

Bootstrap Image Preview