Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ড্র করে শীতকালীন বিরতিতে গেল রিয়াল মাদ্রিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০১:২৬ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview


ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এ্যাথলেটিক বিলবাওয়ের সাথে গোলশুন্য ড্র করে শীতকালীন বিরতিতে গেছে রিয়াল মাদ্রিদ। এই ড্রয়ে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে দুই পয়েন্ট পিছিয়ে থাকলো গ্যালাকটিকোরা।

গত সপ্তাহে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার সাথে গোল শুন্য ড্র করেছিল মাদ্রিদ। কিন্তু কালকের ড্রয়ে মৌসুমের মাঝামাঝিতে এসে দুই পয়েন্ট পিছিয়ে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো জিনেদিন জিদানের দলকে। এই সুযোগে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলো বার্সেলোনা।

যদিও পুরো ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে স্বাগতিকরা। টনি ক্রুসের শট বারে লেগেছে। করিম বেনজেমার শট লাইনের উপর থেকে ক্লিয়ার হয়েছে। রড্রিগো ও ভিনসিয়াস জুনিয়রকে দুর্দান্ত সেভে হতাশ করেছেন বিলবাও গোলরক্ষক উনাই সাইমন।
রিয়াল ডিফেন্ডার এডার মিলিটাও’র পরিবর্তে খেলতে নামা নাচো ফার্নান্দেজ বল ৫৭ মিনিটে ক্রসবারে লাগিয়েছেন। জিদান মূল একাদশে গ্যারেথ বেল ও লুকা মড্রিচকে এনেও সফল হতে পারেননি। ম্যাচ শেষে রিয়াল বস বলেছেন, ‘এটাকে আমি দূর্ভাগ্য বা আত্মতুষ্টি কোনটাই বলব না। আবার এই ধরনের ড্রয়ে হতাশ হবারও কিছু নেই। আমাদের অবশ্যই শান্ত থাকতে হবে ও মাথা উঁচু করে রাখতে হবে। আমরা বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছি। খেলোয়াড়দের জন্য আমার দু:খ হচ্ছে। তিন ম্যাচে তিন পয়েন্ট মোটেই সুখকর নয়।’

এদিকে বিলবাওয়ের পক্ষে বসনিয়া-হার্জেগোভেনিয়ার স্ট্রাইকার কেনান কোড্রোর শক্তিশালী শটের গোল অফ-সাইডের কারনে বাতিল হয়ে যায়। ম্যাচ শেষের ইনজুরি টাইমে এসিয়ার ভিলালিব্রের শটে মাদ্রিদ প্রায় গোল হজমই করে ফেলেছিল।
শনিবার লিওনেল মেসির নেতৃত্বে আলাভেসকে ৪-১ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা দারুন আত্মবিশ্বাস নিয়েই শীতকালীন বিরতিতে গেছে। মেসি বছরের ৫০তম গোল করেছেন। এছাড়াও গোল পেয়েছেন আঁতোয়া গ্রিজম্যান, লুইস সুয়ারেজ ও আরতুরো ভিদাল।
রিয়াল মায়োর্কাকে ২-০ গোলে পরাজিত করে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে সেভিয়া।

এর আগে গতকাল দিনের প্রথম ম্যাচে বদলী বেঞ্চ থেকে উঠে এসে এ্যাঞ্জেল কোরেয়া ও আলভারো মোরাতার গোলে রিয়াল বেটিকসে ২-১ গোলে পরাজিত করে শীর্ষ চারে ফিরে এসেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। ৫৬ মিনিটে ফ্রেঞ্চ মিডফিল্ডার থমাস লেমারের বদলী হিসেবে নেমে এক মিনিটের মধ্যেই এ্যাথলেটিকোকে এগিয়ে দেন কোরেয়া। ৮৪ মিনিটে দলের টানা তৃতীয় জয় নিশ্চিত করেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও চেলসির সাবেক স্ট্রাইকার মোরাতা। মার্ক বার্তার ইনজুরি টাইমের গোলে ম্যাচের শেষের দিকে এক গোল পরিশোধ করে স্বাগতিক বেটিস।

Bootstrap Image Preview