Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু গোল্ডকাপে ৪ দেশের অংশগ্রহণ নিশ্চিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩৪ AM

bdmorning Image Preview


ছয় জাতির বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের জন্য বাংলাদেশসহ চারটি দেশের অংশগ্রহণ নিশ্চিত করেছে বাফুফে। বাকি দুটি দল শিগগিরই ঠিক করা হবে বলে জানিয়েছে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এছাড়া এই টুর্নামেন্টের প্রচার-প্রচারণায় ইউরোপের নামী কোন ফুটবলারকেও আনতে চায় বাফুফে। এদিকে, ফেডারেশন কাপ শেষে দল ঘোষণা ও অনুশীলন ক্যাম্প শুরু হবে বলেও জানান তিনি।

নতুন বছরে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ষষ্ঠ আসর। প্রতিবারের মতো এবারও ছয় দেশের অংশগ্রহণে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ ছাড়া এখন পর্যন্ত তিনটি দলের অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। বাকী দুটি দলের বিষয়ে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছে ফুটবল ফেডারেশন। এক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে দক্ষিণ এশিয়া কিংবা মধ্য এশিয়ার দেশগুলোকে। তবে এখনি দলগুলোর নাম ঘোষণা করতে চায় না ফেডারেশন।

এদিকে, ফেডারেশন কাপ শেষে বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য দল ঘোষণা করা হবে। এরপর কয়েকদিনের বিশ্রাম শেষেই শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। যেখানে ছুটি কাটিয়ে এসে যোগ দেবেন হেড কোচ জেমি ডে।

এদিকে, জানুয়ারির প্রথম সপ্তাহেই উন্মোচন করা হবে বঙ্গবন্ধু গোল্ডকাপের লোগো। তবে এই টুর্নামেন্টের প্রচার-প্রচারণার ক্ষেত্রে ইউরোপের কোন প্রথিতযশা ফুটবলারকে আনতে চায় বাফুফে।

১৫ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ। ঢাকা ও ঢাকার বাইরের কয়েকটি ভেন্যুতে গড়াবে এই টুর্নামেন্ট।

Bootstrap Image Preview