Bootstrap Image Preview
ঢাকা, ০৬ বৃহস্পতিবার, আগষ্ট ২০২০ | ২১ শ্রাবণ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

শীতকালীন মহড়ায় যাওয়ার পথে সেনা সদস্য নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৩ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


খুলনার ডুমুরিয়া উপজেলায় সেনাবাহিনীর সদস্য বহনকারী একটি ট্রাক খাদে পড়ে এক সৈনিক নিহত হয়েছেন।

সোমবার দুপুর তিনটায় উপজেলার বালিয়াখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৈনিকের নাম শফিক। তার ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আহত সৈনিক মামুন ও নুরুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সামনের চাকা ফেটে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সৈনিক শফিকের মৃত্যু হয়।

জানা যায়, দুর্ঘটনার শিকার ট্রাকে করে সেনাবাহিনীর সদস্যরা শীতকালীন মহড়ায় যাচ্ছিলেন।

Bootstrap Image Preview