Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টটেনহামের কাছে চেলসির লজ্জার হার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


গুরু শিষ্যের লড়াইয়ে জয় পেলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। মরিনিওর, টটেনহাম হটস্পারকে ২-০ গোলে হারালো চেলসি। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান। রাতের আরেক ম্যাচে আবারো হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। টেবিলের তলানির দল ওয়াটফোর্ডের বিপক্ষে ২-০ গোলে হেরেছে রেড ডেভিলরা।

লন্ডনের টটেনহাম হটস্পার স্টেডিয়ামে উপস্থিত ৬১ হাজার দর্শক। গুরু শিষ্যের ধ্রুপদী লড়াই দেখবে তারা। খেলার আগেই তাই ম্যাচটি নিয়ে টানটান উত্তেজনা দু’দলের ডাগ আউটে। মরিনিওর বিপক্ষে সেখানে যে দাঁড়িয়ে তারই একসময়ের শিষ্য ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

তবে ম্যাচ শুরু হতেই গুরু মারা বিদ্যা জাহির করলেন ইংলিশ সাবেক ফুটবলার ল্যাম্পার্ড। তারই সাজানো কৌশলে, একের পর এক আক্রমণে তটস্থ হয়ে উঠে লিলি হোয়াইটরা। নতুন কোচের অধীনে তখনও নিজেদের গুছিয়ে উঠতে পারেনি তারা।
সুযোগটা কাজে লাগালো ব্লুরা। ঘড়ির কাঁটা ১২ মিনিট ছুঁতেই পিছিয়ে গেল স্বাগতিকরা। কর্নার থেকে পাওয়া বল নিয়ে ডি বক্সে ঢুকে দৃষ্টি নন্দন শটে চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান।

গোল খাওয়ার পর, নিজেদের ভুল শোধরাতে উঠেপড়ে লাগে স্পাররা। সং মিন, হ্যারি কেন, এরিক ডায়ারদের শট আর কারিকুরি ব্যস্ত রাখে ব্লু শিবিরকে। কিন্তু ফাইনাল টাচ দিতে পারেন নি স্পারদের কোন ফুটবলাররই। প্রথমার্ধ্বের যোগ করা সময়ে হঠাৎ-ই আক্রমণে চেলসি। মার্কোস আলোনসোকে থামাতে ফাউল করে বসেন স্পার গোলকিপার। ভি এ আর থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগান উইলিয়ান। ২-০ তে এগিয়ে যায় ব্লু ফ্রন্ট।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় দু দলই। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের মোমেন্টাম ধরে রাখতে পারেনি কেউই। ফলশ্রুতিতে, গোল আসেনি আর। ২-০ এর জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি। টানা দুই ম্যাচ হারার পর জয়ের আনন্দে ভাসে ল্যাম্পার্ড বাহিনী।

রাতের আরেক ম্যাচে পঁচা শামুকে পা কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের পর, এবার টেবিলের তলানীর দল ওয়াটফোর্ডের বিপক্ষেও পয়েন্ট হারালো ওলে গানার বাহিনী।

চলতি মৌসুমে ১৭ ম্যাচে মাত্র এক জয় পাওয়া, ওয়াটফোর্ড এদিন ছিলো বেশ আগ্রাসী। তাদের সঙ্গে তাল মেলাতে রিতিমতো হিমশিম খেতে থাকে রেড ডেভিলরা। ভিকারেজ রোডে, প্রথমার্ধ্বে নিজেদের ভুলে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। ভুল করেছে ইউনাইটেডও। গোল মুখে এসে খেই হারিয়েছে বার বার।

বিরতির পর অমার্জনীয় এক ভুল করে বসেন রেড ডেভিল গোলরক্ষক ডেভিড ডি হেইয়া। তার গ্রিপ থেকে ছুটে যাওয়া বল পান ওয়াটফোর্ডের ইসমাইল সার। দুরন্ত কিকে বল জালে পাঠান এ সেনেগালি।

গোল খেয়ে ম্যাচে ফেরা তো দূরে থাক, উলটো আবারো ভুল করে বসে ম্যান ইউনাইটেডের ফুটবলাররা। পেনাল্টি পায় হর্নেটরা। স্কোর করতে ভুল করেন নি ট্রয় ডিনি। ২-০ গোলে এগিয়ে যায় ওয়াটফোর্ড। এই ব্যবধান আর কমাতে পারেনি ওলে গানার সোলশায়ার শিষ্যরা। লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

 

Bootstrap Image Preview