Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্বল্প মূল্যের পকেট প্রোজেক্টর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রোজেক্টরের ব্যাবহার এখন সর্বত্র। বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ, ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার দেখা যায়। যদি এক কথায় বলতে চাই প্রজেক্টর কি তবে বলতে হয় প্রজেক্টর হলো একটি ইলেকট্রোনিক যন্ত্র যার মাধ্যমে কম্পিউটারের কোন তথ্য, ছবি, ভিডিও বড় স্ক্রিনে মাধ্যেমে দেখানো হয়। আর প্রোজেক্টর মানেই যে বড় আকারের হবে তেমন নয়। বাজারে অনেক মিনি প্রোজেক্টর ও পকেট প্রোজেক্টর ও পাওয়া যায় যেগুলো স্বল্প মূল্যের কিন্তু অনেক কার্যকর। তেমনই একটি প্রোজেক্টর হচ্ছে Vivicine M6। এটি একটি ওয়ারলেস পোর্টেবল পকেট প্রোজেক্টর।  চলুন দেখে নেই এই প্রোজেক্টর সম্পর্কে কিছু তথ্য।

প্রজেকসন মেথডঃ এলসিডি

রেজুলেশনঃ Native 854 x 480, Maximum 1920 x 1080

ইমেজ সাইজঃ ১৫০ ইঞ্চি ম্যাক্স

স্ক্রিন দূরত্বঃ ০.৩৫ থেকে ৫ মিটার

লেম্পঃ LED ল্যাম্প, ল্যাম্পলাইফ 20000 ঘন্টার বেশি

কানেক্টরঃ ইউএসবি x 2, এইচডিএমআই আউট, মাইক্রো এসডি কার্ড স্লট, অডিও আউট

ডাইমেনসনঃ 14.2 x 8.2 x 1.5 সেমি

বর্তমানে এই প্রজেক্টরটি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ বহুল ব্যাবহার করা হচ্ছে এর সহজে বহনযোগ্যতার জন্য। এই মিনি প্রোজেক্টরটির মূল্য ১৭,৯৯৯ টাকা এবং এই প্রোজেক্টরটি আপনি অনলাইনে সাশ্রয়ী মূল্যে পাবেন

তথ্যসূত্রঃ বিডিস্টল

Bootstrap Image Preview