Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কনুইয়ে ভর করে স্বপ্ন জয়ের আশা মনির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০২:১৪ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০২:১৪ PM

bdmorning Image Preview


অদম্য ইচ্ছাশক্তিই যে মানুষকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে তার প্রমাণ শিশু শিক্ষার্থী মাকফেরাতুন নুর মনি (১১)। দুটি হাত না থাকা সত্যেও কনুই ও গালে ভর করে খাতায় লিখছে সে। এভাবেই বৃহত্তর রংপুর কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে জন্মগত প্রতিবন্ধী এই শিক্ষার্থী।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা মেলে মেধাবী শিক্ষার্থী নুর মনির। অন্য পরীক্ষার্থীদের মতোই স্বাভাবিকভাবে লিখেছে সে। মনি দেউতি আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার দেউতি (বানিয়ার ভিটা) গ্রামের কৃষক জাকিউল আহমেদ ও ফাতেমা বেগম দম্পতির মেয়ে।

নুর মনি জানান, অন্যদের মতো লিখতে না পারায় কষ্ট হয় তার। তবুও সে তার সাধ্যমতো চেষ্টা করে খাতায় লিখেছে। কারও বোঝা হয়ে না থেকে সে নিজের পায়ে দাঁড়াতে চায়।

মনির বাবা জাকিউল আহমেদ বলেন, ‘মনি জন্মগতভাবে প্রতিবন্ধী। স্থানীয় কয়েকটি সরকারি স্কুলে ভর্তি করার চেষ্টা করেও তাকে ভর্তি করাতে পারিনি। প্রতিবন্ধী হওয়ায় কোন স্কুলেই তাকে ভর্তি করেনি। পরে কিন্ডার গার্টেন স্কুলে ভর্তি করে দিয়েছি। সে একাই চলাফেরা করতে পারে। স্কুলে গেলে তার সহপাঠীরাই তাকে সহযোগিতা করে।

দেউতি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘প্রতিবন্ধী হলেও মনির ইচ্ছা শক্তি অনেক বেশী। সে নিয়মিত স্কুলে আসে। পড়াশুনায় খুবই ভাল। তার শ্রেণি রোল নং-৩।

কেন্দ্রে সচিব খোরশেদ কবির ও হল সুপার মোর্শেদা বেগম জানান, প্রতিবন্ধী হিসেবে কিছু সুবিধা দেওয়ার জন্য মনিকে জানানো হয়েছিল। কিন্তু মনি সে সকল সুবিধা না নিয়ে স্বাভাবিক শিক্ষার্থীদের মতো পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এছাড়াও ওই কেন্দ্রে ১০ কিন্ডার গার্টেনের ৪শ ৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

Bootstrap Image Preview