Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে প্রেসার কুকার বিস্ফোরণে আহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ১২:৫৬ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাংস রান্না করার সময় প্রেসার কুকার বিস্ফোরণে বউ-শাশুড়িসহ চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার রাত ৯ টার দিকে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে বেলাল হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে বেলাল হোসেনের স্ত্রী জোবেদা বেগম (৫৫), তার দুই পুত্রবধু মুন্নি খাতুন (৩৫) ও পারুল আক্তার (২৮) এবং তার নাতি লিমন মিয়ার স্ত্রী হ্যাপি বেগম (২২)।

জানা গেছে, লিমন মিয়ার স্ত্রী হ্যাপি বেগম প্রেসার কুকারে মাংস রান্না করছিলেন। তাদের রান্না ঘরে বসে গল্প করছিলেন বউ ও শ্বাশুড়ি। এসময় প্রেসার কুকারের গ্যাস বন্ধ হয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটলে জোবেদা বেগম, মুন্নি খাতুন, পারুল ও হ্যাপি বেগম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লিমন মিয়া বলেন, আমি বাড়ি বাইরে ছিলাম। হঠাৎ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাতপাতালে ভর্তি করাই। আমার স্ত্রীসহ বর্তমানে সবাই সুস্থ আছেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত চারজনই কিছুটা করে দগ্ধ হয়েছেন।

Bootstrap Image Preview