Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ জয়ী ইংলিশ মিডফিল্ডার মার্টিন পিটার্সের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ১১:৩৪ AM

bdmorning Image Preview


১৯৬৬ সালে ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে গোল করা মিডফিল্ডার মার্টিন পিটার্স ৭৬ বছর বয়সে গতকাল মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন যাবত পিটার্স ডিমেনশিয়া রোগে ভুগছিলেন।

ইংল্যান্ডের হয়ে একমাত্র বিশ্বকাপ জয়ে ১৯৬৬ সালের ফাইনালে জার্মানীর বিপক্ষে একটি গোল করেছিলেন পিটার্স। ওয়েম্বলীতে অনুষ্ঠিত ৪-২ গোলের জয়ের ম্যাচটিতে হ্যাটট্রিক করেছিলেন পিটার্সের ওয়েস্ট হ্যাম সতীর্থ জিওফ হার্স্ট। পিটার্সের সাবেক ক্লাব ওয়েস্ট হ্যামের পক্ষ থেকেই তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সকলের পক্ষ থেকে মার্টিন পিটার্সের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। ক্লাবটির ১২৫ বছরের ইতিহাসে তিনি অন্যতম সেরা একজন খেলোয়াড় ছিলেন।

ওয়েস্ট হ্যামের হয়ে মার্টিন সবকিছুই প্রতিনিধিত্ব করেছে। একাডেমী থেকে উঠে আসা স্থানীয় খেলোয়াড় হিসেবে অসাধারণ দক্ষতা, স্থির সংকল্প ও জাত খেলোয়াড় হিসেবে সে সমর্থকদের দারুন স্মরণীয় কিছু ম্যাচ উপহার দিয়ে গেছে। ওয়েস্ট হ্যাম সতীর্থ ববি মুর ও জিওফ হার্স্টের সাথে বিশ্বকাপ শিরোপা জয়ে ইংল্যান্ডকে দারুন সহযোগিতা করেছেন। সাম্প্রতিক সময়ে মার্টিন বেশ অসুস্থ ছিলেন। কিন্তু অসুস্থতার সাথেও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সমান তালে লড়াই করে গেছেন।’

ইংল্যান্ডের হয়ে জাতীয় দলের জার্সি গায়ে পিটার্স ৬৭ ম্যাচে করেছেন ২০ গোল। এ্যালান বল, রে উইলসন, গর্ডন ব্যাংকস ও মুরের পর ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের পঞ্চম সদস্য হিসেবে পিটার্স মৃত্যুবরণ করলেন।

Bootstrap Image Preview