Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রাথমিকে বহিষ্কার শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৯ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview


পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষায় বহিষ্কার হওয়া ২ শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা আগামী ২৪, ২৫, ২৬ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। পরীক্ষার তারিখ নির্ধারণ করে রোববার (২২ ডিসেম্বর) অধিদফতর থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মহাপরিচালককে চিঠি দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর বাংলা ও বাংলাদেশ বিশ্ব পরিচিতি এবং ২৮ ডিসেম্বর গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

আর ইবতেদায়িতে ২৪ ডিসেম্বর ইংরেজি ও আরবি, ২৬ ডিসেম্বর বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচিতি ও বিজ্ঞান এবং ২৮ ডিসেম্বর গণিত, কোরআন মজিদ, তাজবিদ, আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

১৮ ডিসেম্বর বহিষ্কৃত শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে ফল প্রকাশের নির্দেশনা দেন হাইকোর্ট। ২১ নভেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কার, কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে বহিষ্কৃত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চান উচ্চ আদালত। আদালতের নির্দেশনার পর পরীক্ষার ব্যবস্থা নিলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Bootstrap Image Preview