Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৭ ডিসেম্বর ঢাকা রক ফেস্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০৮:১৭ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ০৮:১৭ PM

bdmorning Image Preview


আগামী ২৭ ডিসেম্বর নগরীর বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা রক ফেস্ট ২০১৯’। এতে এক মঞ্চে গান পরিবেশন করবে দেশের শ্রোতাপ্রিয় ব্যান্ডদল নেমেসিস, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, পাওয়ারসার্জ, বে অব বেঙ্গল, ট্রেইনরেক, ওন্‌ড, কনক্লুশন এবং সিন।

এদিন দুপুর ১২টায় গেট খুলবে। অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিট মূল্য ২০০ টাকা। আজ রবিবার থেকে টিকিট পাওয়া যাচ্ছে। টিকিট পেতে এই লিংকে ক্লিক করুন। www.shohoz.com/events/

এই উৎসবের আয়োজক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকারের সিইও দোজা এলান বলেন, ‘ব্যান্ড সংগীতের অন্যতম ধারা হলো রক মিউজিক। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অসম্ভব জনপ্রিয় রক মিউজিক। দেশে প্রচুর কনসার্ট হলেও রক কনসার্ট বিশেষ করে তরুণ ব্যান্ডদের নিয়ে রক কনসার্ট খুবই কম হয়। তরুণদের দীর্ঘদিনের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে।’

Bootstrap Image Preview