Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে লিভারপুলের ইতিহাস 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০৭:৫২ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ০৭:৫২ PM

bdmorning Image Preview


লিভারপুল ১-০ গোলে ফামেঙ্গোকো পরাজিত করে প্রথমবারের মত ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে।

দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে নির্ধারিত সময়ে গোল শুণ্য ড্র থাকায় ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে অর্থাৎ ৯৯ মিনিটে সাদিও মানের সহযোগিতায় ফ্লামেঙ্গো গোলরক্ষক দিয়েগো আলভেসের লো শটে পরাস্ত করে ফিরমিনো দলের জয় নিশ্চিত করেন। 

নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে লিভারপুলের একটি পেনাল্টির আবেদন ভিএআর প্রযুক্তির সহায়তায় বাতিল করা হয়। মানেকে ফাউলের অপরাধে রাফিনহার বিপক্ষে কাতারি রেফারি আল জসিম প্রথমে স্পট কিকের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু লম্বা সময় ধরে রিভিউ দেখার পর পরবর্তীতে তা বাতিল করা হয়। সেমিফাইনালে মেক্সিকান ক্লাব মন্টেরির বিপক্ষে লিভারপুরের ২-১ গোলের জয়ে ইনজুরি টাইমেও জয়সূচক গোলটি করেছিলেন ফিরমিনো।

ম্যাচ শেষে এই ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘এটা সত্যিই দারুন এক অনুভূতি। আরেকটি শিরোপা জয় এবং তা যদি হয় বিশ্ব শিরোপা তবে সকলের জন্য তা বিশেষ কিছু। এটা মূলত চ্যাম্পিয়ন্স লিগের সাফল্যের ধারাবাহিকতা। আমরা এখানে জিততে এসেছিলাম। যদিও কাজটি সহজ ছিলনা।’

চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপারকাপের পর এ বছর তৃতীয় শিরোপার দেখা পেল লিভারপুল। ক্লাব বিশ্বকাপের এই শিরোপার পর ক্লপের অধীনে লিভারপুল যদি এবার প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারে তবে ক্লাবের দীর্ঘ ইতিহাসে এই দলটি চির স্মরণীয় হয়ে থাকবে।

Bootstrap Image Preview