Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইতিহাসের এক দশকের ছোঁয়ায় পাল্টে গেল বার্সাও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০১:৫৭ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ০১:৫৭ PM

bdmorning Image Preview


ইতিহাসের একমাত্র দল হিসেবে এক মৌসুমে ছয় শিরোপা ছোঁয়ার অনন্য কীর্তি কেবল বার্সেলোনার। আলাভেসের বিপক্ষে মাঠে নামার আগে সেই কীর্তির এক দশক পূর্তিতে ন্যু ক্যাম্পে জড়ো হলেন পুয়োল, আবিদালের মতো সাবেকরা। মেসি, পিকে, বুস্কেটসরা তো ছিলেনই। কীর্তিকে স্মরণ করার দিনে পাল্টে যেতে চাইল বার্সাও। এল ক্ল্যাসিকোর দুঃখ ভুলে আলাভেসের বিপক্ষে তুলে নিলো দারুণ এক জয়।

এল ক্ল্যাসিকোতে নিজ মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১৭ বছর পর গোলশূন্য ড্র করার আক্ষেপ নিয়ে নেমেছিলেন মেসিরা। এ ম্যাচেও খানিকটা নড়বড়ে থাকল খেলা, তবে জয় তুলতে ভুল হয়নি লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। ৪-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে তিন পয়েন্টের।

১৮ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়াল ৩৯। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩৬। রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলা আছে লস ব্লাঙ্কোসদের। জিতলে বার্সাকে আবারও ছুঁয়ে ফেলবে জিদানের দল। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকবে বার্সাই।

ন্যু ক্যাম্পে ১০ মিনিটেই সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। সার্জিও বুস্কেটসের বাড়ানো বলে নিজের প্রথম ছোঁয়াতেই গোল পেয়েছিলেন মেসি। অফসাইডের পতাকা তুলে সেটি বাতিল করেন রেফারি। এর চার মিনিট বাদেই মেসির আক্ষেপ মেটান অ্যান্টনিও গ্রিজম্যান।

মাঝমাঠ থেকে ডি-বক্সের ভেতরে থাকা লুইস সুয়ারেজের দিকে লম্বা পাসে বল বাড়িয়ে দিয়েছিলেন আর্তুরো ভিদাল। সুয়ারেজ কাটব্যাকে বল দেন গ্রিজম্যানের দিকে। ফরাসি ফরোয়ার্ড এক শটেই ১৪ মিনিটে বল জড়ান জালে।

৩৮ মিনিটে অনিন্দ্য সুন্দর এক গোল দেখা থেকে বঞ্চিত হয় ন্যু ক্যাম্পের দর্শকরা। গ্রিজম্যানের সঙ্গে যে মেসির জুটি জমছে তারই প্রমাণ যেন সেটি। কাউন্টার অ্যাটাক থেকে ক্ষিপ্র গতিতে ডি-বক্সের বাইরে মেসি বল দিয়েছিলেন গ্রিজম্যানকে। গ্রিজম্যান পাল্টা ব্যাকহিলে মেসিকে বল ফেরত দিলে দুই খেলোয়াড়কে কাটিয়ে কোণাকুণি শট নিয়েছিলেন বার্সা অধিনায়ক। তা জালে জড়ায়নি অল্পের জন্য। গোল হচ্ছে ভেবে পিকে সুযোগ পেয়েও পা ছোঁয়াননি বলে।

খানিকবাদেই অবশ্য আক্ষেপ মিটিয়েছেন ভিদাল। ৪৫ মিনিটে যে গোলটা হল তাতে মিশে থাকল সাউথ আমেরিকান ছোঁয়া। ডি-বক্সের বাইরে থেকে মেসির পা ছুঁয়ে বল সুয়ারেজের কাছে, সেখান থেকে বল পান ভিদাল। ডানপ্রান্তে থেকে চিলিয়ান মিডফিল্ডার বুলেট শট নিলেন, তা তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না আলাভেস গোলরক্ষকের!

৫৬ মিনিটে এক গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তোলে আলাভেস। রুবেন দুয়ার্তের লম্বা পাসে হেডে গোল আদায় করেন পেরে পনস। আক্রমণে শক্তিশালী হলেও বার্সার রক্ষণ যে এখনো বেহুলার বাসর ঘর সেটাই যেন প্রমাণ হয় আরও একবার।

সব শঙ্কা দূর করেন সেই মেসিই। ৬৯ মিনিটে সুয়ারেজের পাসে ডি-বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের শট নেন বার্সা অধিনায়ক, সেই শট ঠেকানোর সাধ্য কোনো গোলরক্ষকেরই হতো না। চলতি মৌসুমে ১৩তম গোল করলেন এলএম টেন।

গ্রিজম্যান করেছেন, মেসি গোল পেয়েছেন, সুয়ারেজই বা বাদ যাবেন কেন। ৭৩ মিনিটে আগুয়েইরেবিরিয়ার হ্যান্ডবল খুলে দিলো সেই সুযোগ। প্রথমে না দিলেও প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিজে শট না নিয়ে মেসি সুযোগ দেন সুয়ারেজকে। তাতে মৌসুমে নিজের দশম গোলের দেখা পান উরুগুইয়ান তারকা। আর বড় জয় নিয়ে বছর শেষ করে কাতালান জায়ান্টরা।

Bootstrap Image Preview