Bootstrap Image Preview
ঢাকা, ০৬ বৃহস্পতিবার, আগষ্ট ২০২০ | ২১ শ্রাবণ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

নতুন বছরে মেয়েদের জন্য আসছে ম্যাগি জুতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ১০:৪৮ AM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ১০:৪৯ AM

bdmorning Image Preview


নতুন বছরে ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস-এর আদলে বিশেষ ধরনের ‘ম্যাগি হিলস’ জুতা বাজারে আনছে ইতালির বিখ্যাত জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোটেগা ভেনেটা। বিচিত্র ফ্যাশনের জন্য সারাবিশ্বে বোটেগা ভেনেটার পরিচিতি রয়েছে।

বুধবার ডায়েট প্রাডা নামে ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে ম্যাগি জুতার দু'টি ছবি পোস্ট করা হয়। নতুন বছরে মহার্ঘ্য হিসেবে এই জুতা তৈরি করেছে ইতালির প্রতিষ্ঠানটি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি'র একটি খবরে বলা হয়, বিশেষ এই জুতাটি ফ্লিপফ্লপ স্টাইলের যার উপরের অংশটি তৈরি করা হয়েছে রান্না করা ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের মতো করে। নতুন বছরে সারা বিশ্বে মিলবে এই ম্যাগি হিলস জুতা।

তবে, মহার্ঘ্য হিসেবে তৈরি করায় জুতাটির দাম অনেক বেশি রাখা হয়েছে। বাংলাদেশি টাকায় এই জুতার দাম পড়বে ৮৩ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ১৫ হাজার টাকা পর্যন্ত।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই জুতার ছবি সম্বলিত পোস্ট ভাইরাল হয়। ইতোমধ্যেই প্রায় ১ লাখ লাইক পড়েছে পোস্টটিতে। তবে, জুতার দাম দেখে হতাশা প্রকাশ করেছেন মধ্যবিত্তরা।

Bootstrap Image Preview