Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০২:৪৭ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০২:৪৭ PM

bdmorning Image Preview


ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে দেপোর্তিভো আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (২১ ডিসেম্বর) রাত ৯টায়। এছাড়া বুন্দেসলিগায় উলফসবুর্গের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দু’দলের ম্যাচটি মাঠে গড়াবে রাত সাড়ে ৮টায়।

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ। লা লিগায় চলতি মৌসুমে এই দুটি দলই শীর্ষস্থান দখলে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে। কখনো রিয়াল আবার কখনো বা বার্সা। কেউ এক বিন্দু ছাড় দিতে নারাজ। এই যেমন শীর্ষস্থানটা এখন বার্সেলোনার দখলে থাকলেও দু’দলের পয়েন্টই কিন্তু সমান ৩৬। শুধুমাত্র গোল ব্যবধানে এগিয়ে আছে কাতালানরা। তাই এবার জায়গাটা আরেকটু মজবুত করে নিতেই ন্যু ক্যাম্পে দেপোর্তিভো আলাভেসের মুখোমুখি হবে বার্সা।

আলাভেসের সঙ্গে মুখোমুখি দেখায় বার্সার পরিসংখ্যান কেমন, সেটা না বললেও চলবে। কারণ যতবার দু'দলের সাক্ষাত হয়েছে ততবারই জয়ের মুখ দেখেছে কাতালানরা। তাই এবারো তেমনই কিছু আশা করছে স্বাগতিক সমর্থকরা। বার্সা শিবিরে ডেমবেলে ছাড়া আর তেমন কারো ইনজুরি সমস্যা নেই। তবে, লুইস সুয়ারেজের হলুদ কার্ড থাকায় নিষেধাজ্ঞা আশঙ্কা রয়েছে। আর তাই মেসি, গ্রিজম্যান, র‌্যাকিটিচ, ডি ইয়ংদের নিয়েই দল সাজাচ্ছেন কোচ ভালভার্দে।

এদিকে, বুন্দেসলিগায় চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের সময়টা যাচ্ছে টানাপোড়েনের মধ্য দিয়ে। শীর্ষস্থানটা কিছুতেই দখলে নিতে পারছে না বাভারিয়ানরা। এবার তাই সে লক্ষ্যে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় উলফসবার্গের মুখোমুখি হবে বায়ার্ন।

দু'দলের মুখোমুখি দেখায় প্রায় শতভাগ এগিয়ে বায়ার্ন। তবে, ইনজুরি কিছুটা চিন্তার কারণ হতে পারে কোচ হ্যান্স ফ্লিকের। কারণ ইনজুরি আর সাসপেনশন খড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারই থাকছেন মাঠের বাইরে। তাই লেওয়ানদোস্কি, আলাবা, পেরিসিচ ও কৌতিনিওদের দিকেই চোখ থাকবে সবার।

Bootstrap Image Preview