Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো শেখ রাসেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ১১:২৫ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ১১:২৫ AM

bdmorning Image Preview


জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো জায়ান্ট শেখ রাসেল ক্রীড়া চক্র। নবাগত উত্তরা বারিধারা ক্লাবকে ১-০ গোলে হারালো ঢাকার ব্লুরা। অন্যদিকে, দিনের আরেক ম্যাচে জয় পায়নি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুক্তিযোদ্ধার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ১০ বারের ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা।

ফেডারেশন কাপের তৃতীয় দিনে এসে শেখ রাসেলের ম্যাচ। গেল আসরে সেমিফাইনালে খেলেছিল সাইফুল বারী টিটুর শিষ্যরা। এবার জায়ান্ট দলটির সামনে প্রতিপক্ষ নবাগত উত্তর বারিধারা। ছুটির দিনে শীতের আমেজ নিয়ে দর্শকদের সামনে অকুতোভয় ঢাকার ব্লুরা।

শুরু থেকেই রাফায়েল- আজিজেভ আলিশেরের আক্রমণে তটস্থ বারিধারার ক্লাবটি। প্রথমার্ধে সুযোগ পায় গোল করার। ১৭ মিনিটেই পেয়ে যায় কাঙ্খিত সুযোগ। মিডফিল্ডার আব্দুল্লাহর বাড়ানো বল থেকে স্কোর করেন শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইন। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র।

বিরতির পর শেখ রাসেল আক্রমন করে আরো। তবে নবাগত উত্তরা বারিধারার খেলে দারুণ। আর কোনো গোল হজম না করায় ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের ইতিহাসে একমাত্র ট্রেবল জয়ীদের। এই জয়ের পর বাকি দুই ম্যাচের একটিতে জয় পেলেই শেষ আটের টিকিট কাটবে শেখ রাসেল ক্রীড়া চক্র।

এদিকে দিনের অন্য ম্যাচে, মাঠে নেমেছিল ঢাকার আরেক জায়ান্ট ঐতিহ্যবাহী মোহামেডান। ক্যাসিনো কান্ডের পর নতুন ভাবে ঘুরে দাঁড়ানো ক্লাবটির ছিল এটি মৌসুমের প্রথম ম্যাচ। নিজেদের প্রমাণের সুযোগের ম্যাচে তাদের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দুই পুরোনো ক্লাবের ম্যাচে ৩ মিনিটেই আসে গোল। হাবিবুর রহমান সোহাগের ক্রসে নিঁখুত হেডে জাল খুঁজে নেন বাপ্পী। গোল খেয়ে যেনে কিছুটা তেঁতে ওঠে মুক্তিযোদ্ধা। ৩৪ মিনিটে মুক্তিযোদ্ধার অধিনায়ক অনিকের দারুণ গোলে সমতায় ফেরে দলটি।

বিরতির পর ৬০ মিনিটে মোহামেডানের সুলেমান দিয়াবাত ও শেষ দিকে মুক্তিযোদ্ধার সুমন আলির শট গোলরক্ষক হিমেল রুখে দিলে তাতে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি কারো। দুই দলের মাঠ ছাড়তে হয় ১ পয়েন্টে সন্তুষ্ট থেকে।
 

Bootstrap Image Preview