Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ১১:২৪ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ১১:২৪ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গায় তীব্র শীতে স্থবির জনজীবন। গত দুদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে, তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক। 

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে এসব মানুষগুলোকে। গত দুদিন সকাল থেকে সূর্যের দেখা মিললেও আজ সূর্যের দেখা মেলেনি।

এছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা।

Bootstrap Image Preview