Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভেদরগঞ্জের সখিপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ৯৭ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ১০:৪৮ PM

bdmorning Image Preview



শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ তম ব্যাচের পুর্নমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার(২০ ডডিসেম্বর) সকাল ১০টা থেকে বিদ্যালয় মাঠে সারা দিনব্যাপী এ অনুষ্ঠানসূচী পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোনআন তেলোয়াত, র‍্যালী ও আলোচনা সভার পর বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বর্তমান শিক্ষক, ম্যানেজিং কমিটি ও সাবেক চেয়ারম্যানবৃন্দকে পুরস্কার প্রদান করা হয়। পরে বিকেল ৩ টায় শিশুদের কুইজ প্রতিযোগীতা, মহিলাদের বালিশ বদল ও অন্যান্য প্রতিযোগীতা সম্পন্ন করা হয়। এছাড়া লটারীতে প্রথম পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টিভি, ২য় পুরস্কার হিসেবে রাইস কুকার সহ মোট ১৫ টি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলের জন্য ছিল উন্নত মানের ভোজন ব্যবস্থা।

এ সময় ব্যাচ সদস্য কবির হোসেন, মারুফ বিন বাশার, মুনতাসির মামুন, শাহজাদী বেগম, জাহিদুল আলম, সুবাস হাওলাদার, সাহেদ কবির, ফয়সাল আহম্মেদ, জহিরুল ইসলাম খান, নজরুল ইসলাম, নিপা আক্তার ও এ্যাড. মোয়াজ্জেম হোসেন সহ সর্বমোট ১০৭ জনেরর পরিবারের সদস্যরা অংশগ্রহন করে।
৯৭ তম ব্যাচের আয়োজকরা বলেন, দীর্ঘদিন পর আমরা একই বর্ষের সকলে এক হতে পেরে আনন্দ লাগছে। আমরা মৃত্যুর আগ পর্যন্ত এ মিলন মেলা চালু রাখতে চাই। আমরা এ কমিউনিটির মাধ্যমে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন কাজের অংশিদার হতে চাই। আগামীতে এ পুর্ণমিলনীর পাশাপাশি আমরা উপবৃত্তি, মেডিকেল ক্যাম্প ও সামাজিক সেবামূলক কার্যক্রমও চালু করবো ইনসাআল্লাহ।

Bootstrap Image Preview