Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লিভারপুলে এলেন জাপানি ফরোয়ার্ড মিনামিনো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১১:২২ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ১১:২২ AM

bdmorning Image Preview


টাকুমি মিনামিনোকে পেতে রীতিমত কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছিল লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ইংলিশ জায়ান্টের যুদ্ধে জয়ী অলরেডরা। এফসি সলজবুর্গ থেকে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে দলে টেনেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

জানুয়ারির শীতকালীন দলবদলের প্রথমদিনে আনুষ্ঠানিকভাবে লিভারপুলে যোগ দেবেন মিনামিনো। অলরেডদের হয়ে প্রথম ম্যাচ খেলবেন ৫ জানুয়ারি, এভারটনের বিপক্ষে এফএ কাপে।

মিনামিনোকে আনতে ৭.২৫ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে লিভারপুলের। জাপানি ফরোয়ার্ডকে আটকাতে এটাই বাইআউট ক্লজ ছিল সলজবুর্গের। ম্যানইউও চেয়েছিল এই দামেই কিনতে। শেষপর্যন্ত অলরেডদের সঙ্গে চুক্তি হয়েছে সাড়ে চার বছরের জন্য।

সলজবুর্গের হয়ে ২২ ম্যাচে ৯ গোল করেছেন মিনামিনো। তার চেয়েও বড় হয়ে উঠেছিল নরওয়ের তরুণ ফুটবলার আর্লিং ব্রাট হালান্ডের সঙ্গে তার জুটি। দুজনে মিলে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে কাঁপিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষদের। সলজবুর্গের গ্রুপে ছিল লিভারপুলও। গ্রুপপর্ব থেকে দলটি বাদ পড়লেও মিনামিনোর খেলা পছন্দ হয়ে যায় ইয়ুর্গেন ক্লপের। লিভারপুল কোচ তাকে দলে টেনেই থামলেন।

Bootstrap Image Preview