Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মায়ের পাশে কবর হল প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুলের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪৬ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর বিক্রম)।

বৃহস্পতিবার বাদ আছর লোহাগড়া উপজেলার চুনতি সিরাত মাহফিল মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে জয়নুলের মরদেহ চুনতি সীরাত মাহফিল মাঠে নেয়া হয়।

তার মরদেহ গ্রহণ করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নামাজে জানাজার আগে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জয়নুল আবেদীনের বড় ভাই ইসমাইল মানিক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল, চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান প্রমুখ।

জানাজা শেষে সেনাবাহিনীর একটি চৌকস দল এই ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাকে গার্ড অব অনার প্রদান করেন।

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টা ১৩ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।

১৯৬০ সালের ১ জানুয়ারি লোহাগড়া উপজেলার চুনতি গ্রামে মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন জন্মগ্রহণ করেন।

 

Bootstrap Image Preview