Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শীতে কাঁপছে বাংলাদেশ, গরমে পুড়ছে অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:০৮ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শীতে কাঁপছে পুরো বাংলাদেশ; সারাদেশে শৈত্যপ্রবাহের আশঙ্কা। আর ওদিকে অতি গরমে অতিষ্ঠ অস্ট্রেলিয়া। এ বছর সব রেকর্ড ভেঙে ফেলেছে অস্ট্রেলিয়ার গরম। একদিনে প্রায় ৬০ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার রেকর্ড ইতোমধ্যেই গড়ে ফেলেছে অস্ট্রেলিয়া। খুব প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে কাউকে বের না হওয়ার সতর্কবার্তা দিয়েছে প্রশাসন।

এদিকে, অতি গরমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পার্থের বাসিন্দা স্টু পেঙ্গেলির করা একটি ভিডিও প্রকাশ হয়েছে।
গরমের তীব্রতা যে কতটা, তা পরীক্ষা করে দুনিয়াকে দেখানোই ছিল তার মূল উদ্দেশ্য। তাই ডাটসান সানি গাড়ির বনেটের ভিতর ১.৫ কেজি মাংস রেখে দেন তিনি। গরম মাইক্রোওভেনের মতোই গাড়ির স্ল্যাব কাজ করে। কয়েকঘন্টার মধ্যে মাংসটি পুরোপুরি সেদ্ধ হয়ে যায়।

গাড়ির ভিতর তাপমাত্রা কত থাকতে পারে, তার জন্য থার্মোমিটার নিয়ে মনিটর করে চলেন তিনি। সকাল ৭টার সময় ৩০ ডিগ্রি ছিল। দুপুরের সময় সেটি বেড়ে প্রায় ৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়।

স্টু আরও জানিয়েছেন, গাড়িটি তাপপ্রবাহের মধ্যে মাত্র ৬ মিনিট রাখা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তার এই অভিনব পরীক্ষা দেখে অনেকেই এমন করতে পারেন ভেবে আগেই সতর্ক করে দিয়েছেন তিনি।

 

Bootstrap Image Preview