Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারাবিশ্বে চলতি বছর নিহত ৪৯ সংবাদকর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৪ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


এক যুগের বেশি সময় পর সারা বিশ্বে সাংবাদিক হত্যার হার হ্রাস পেয়েছে। চলতি বছর বিশ্বব্যাপী ৪৯ জন সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে, যা ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন হার। গতকাল রিপোর্টার্স উইদআউট বর্ডারস এ তথ্য জানিয়েছে। খবর এএফপি।

প্যারিসভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, ‘ঐতিহাসিকভাবে সর্বনিম্ন সংখ্যক’ সাংবাদিক হত্যার সিংহভাগই ঘটেছে ইয়েমেন, সিরিয়া ও আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে। সাংবাদিকতা এখনো একটি বিপজ্জনক পেশা হিসেবে বহাল রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

তিনি বলেন, সাংবাদিক হত্যার দিক থেকে লাতিন আমেরিকা মধ্যপ্রাচ্যের মতোই প্রাণঘাতী হয়ে উঠেছে। মহাদেশটিতে মোট ১৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। তবে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোয় এ সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে দেখা যাচ্ছে।

সংবাদকর্মীদের নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক অলাভজনক সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, গত দুই দশকে প্রতি বছর গড়ে প্রায় ৮০ জন সাংবাদিক পেশাগত কাজে নিহত হয়েছেন।

২০১৮ সালেও বিশ্বজুড়ে ৮৭ সাংবাদিক হত্যার শিকার হয়েছিলেন। ২০১৯ সালে এসে এই সংখ্যা ৪৪ শতাংশ কমেছে। চলতি বছর নিহত সাংবাদিকদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ৩ জন নারী।

এ বছর মেক্সিকো, সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তানে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন। সংস্থাটি এই দেশগুলোকেই সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে আশঙ্কাজনক জায়গা হিসেবে চিহ্নিত করেছে।

ডিলয়ের বলেন, কাজের জন্য গণতান্ত্রিক দেশগুলোয় বহুসংখ্যক সংবাদকর্মী হত্যার শিকার হচ্ছেন, যা গণতন্ত্রের জন্য প্রকৃত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে চলতি বছর সাংবাদিক নিহতের হার কমলেও তাদের কারাগারে পাঠানোর হার বেড়েছে বলে রিপোর্টার্স উইদআউট বর্ডারস জানিয়েছে। চলতি বছর প্রায় ৩৮৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে, যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি।

Bootstrap Image Preview