Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুনিয়া মাতাচ্ছে বিটিএস!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:১৭ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:১৭ PM

bdmorning Image Preview


১৯৬৪ সালে এড সালিভান থিয়েটার । পশ্চিমী পপ-সঙ্গীতশিল্পীদের মধ্যে সাড়া দিয়েছিল ব্রিটিশ পপব্যান্ড বিটলস ।

সাল ২০১৯। আবারও সেই এড সালিভান থিয়েটার । দ্য লেট শো উইথ স্টিভেন কোলবার্ট অনুষ্ঠানে ৫৫ বছর বাদে আলোচনার শীর্ষে ফের আরও একটি বয়ব্যান্ড । তবে এবার ব্রিটিশ নয়, এই ব্যান্ডটি খোদ এশিয়ারই । নাচ, গান, র‍্যাপ-লাইভ শোয়ে দুনিয়া মাতিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ান ব্যান্ড ব্যাংটান সোনিয়দন ওরফে বিটিএস (BTS)।

SHINee, 2NEI,BigBang,GOT7 থেকে আজকের ATEEZ,MONSTAX-কোরিয়ান পপে ডুব দিয়েছে জেনারেশন ওয়াই । তবে একাধিক কোরিয়ান ব্যান্ডের মধ্যেই নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেছে ৭ সদস্যের BTS । সাফল্য, ব্যর্থতা, লড়াই, মানসিক স্বাস্থ্য-নয়া প্রজন্মের কাছে নিজেদের গানের মাধ্যমে আলাদা আবেদন নিয়ে পৌঁছে গিয়েছে BTS।

২০১৩ সালে ব্যাং সি হিউকের বিগ হিট এন্টারটেনমেন্টের হাত ধরে জন্ম বিটিএসের । 'No More Dream' গানটি দিয়ে আত্মপ্রকাশ BTS এর। দলের নেতা কিম নামজুন তথা RM কে প্রথমে একক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করার প্রস্তাব দেওয়া হলেও শেষপর্যন্ত BTS কেই বেছে নিয়েছিলেন বছর ২৫ এর এই যুবক। দলের ৭ সদস্যদের প্রত্যেকের স্টেজ নেম থাকলেও বিটিএসের ভক্তকূল বা ARMY তাঁদের আসল নামেই চেনেন । ২০১৩ সালের '2 Cool 4 Skool' অ্যালবাম থেকে তাঁদের সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যালবাম 'Map of the Soul: Persona'- পপ হোক বা আদ্যপান্ত হিপহপ, প্রত্যেকটি অ্যালবামেই রয়েছে নানাবিধ বার্তা । ২০১৭ সালে 'Love Yourself' অ্যালবামের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতির শিখরে ওঠে BTS । Billboard Top Chart এ জায়গা করে নেয় তাঁদের Love Yourself: Tear অ্যালবামটি ।'Map of the Soul: Persona' এর Boy With Luv গানটি ব্রিটিশ টপ চার্টে নিজের জায়গা ধরে রেখেছে এখনও পর্যন্ত |

 

Bootstrap Image Preview