Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিভারপুলের জালে অ্যাস্টন ভিলার ৫ গোল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview


গত দুই-তিন মৌসুম ধরেই অপ্রতিরোধ্য লিভারপুল। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত। সেই দলটির জালে অ্যাস্টন ভিলার ৫ গোল দেখে যেকারো চোখ আকাশে উঠতেই পারে! সত্যিই সেই দুঃসাধ্য কাজটি করেছে ভিলা। সম্ভব হয়েছে লিভারপুলের ‘দ্বিতীয় সারির’ দল বলেই! যে দলের খেলোয়াড়দের গড় বয়স ছিল ১৯ বছর ১৮২ দিন!

ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে লিভারপুলের মূল দল এখন কাতারে। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলার বিপক্ষে দ্বিতীয় সারির দল মাঠে নামায় অলরেডরা। যাদের গড় বয়স ২০’র নিচে। যা ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী দল। তাদের তত্ত্বাবধানে ছিলেন সহকারী কোচ নেইল ক্রিচলে।

তরুণ দল নিয়ে অ্যাস্টনের মাঠে প্রথম ১০ মিনিট ভয়ংকরই খেলেছিল লিভারপুল। এরপর পথ হারায়। প্রথমার্ধেই হজম করে বসে চার-চারটি গোল। বিরতির পর অবশ্য ৯০ মিনিট পর্যন্ত আর কোনো গোল হতে দেয়নি তারা। ম্যাচের যোগ করা সময়ে পঞ্চম গোলের দেখা পায় অ্যাস্টন ভিলা।

বুধবার রাত ১১টা ৩০ মিনিটে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব সিএফ মন্টেরির মুখোমুখি হবেন সালাহ-মানেরা।

লিগ কাপের অন্য তিনটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে বুধবার রাতে। সেখানে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি খেলবে থার্ড ডিভিশনের ক্লাব অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ফোর্থ ডিভিশনের দল কোলচেস্টার ইউনাইটেড ও এভারটন খেলবে লেস্টার সিটির বিপক্ষে।

Bootstrap Image Preview