Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লার বিপক্ষে রংপুরের প্রতিশোধের মিশন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫৫ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫৫ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রেঞ্জার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

এবারের বিপিএলে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দল দুটি। প্রথম দেখায় রংপুর রেঞ্জার্সকে ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছিল কুমিল্লা ওয়ারিয়র্স। সেই ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬৩ রান করে কুমিল্লা।

জবাবে মাত্র ৬৮ রানেই গুটিয়ে যায় রংপুরের ইনিংস। রংপুরকে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ২০ রানে হারে কুমিল্লা। 

রংপুর নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হারে ৬ উইকেটে। ২ ম্যাচ খেলে ১ জয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে কুমিল্লা। অন্যদিকে ২ ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রংপুর।

কুমিল্লার বিপক্ষে এই ম্যাচটি ঘুরে দাঁড়ানোর সঙ্গে প্রতিশোধের মিশনও রংপুরের। কুমিল্লার লক্ষ্য থাকবে এই ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখা। অন্যদিকে প্রথম জয় তুলে নিতে মরিয়া রংপুর। 

রংপুর রেঞ্জার্স: মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা ও রিশাদ হোসেন, মোহাম্মদ নবি (অধিনায়ক), লুইস জর্জ গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট, টম অ্যাবেল, মোহাম্মদ শেহজাদ এবং জুনায়েদ খান।

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, মোহাম্মদ আল-আমিন, ইয়াসির আলী চৌধুরী , সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল অঙ্কন, সুমন খান, ফারদিন হোসেন অনি, ডেভিড মালান, দাসুন সানাকা, কুশল পেরেরা এবং মুজিবুর রহমান।

Bootstrap Image Preview