Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বশেমুরবিপ্রবি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ১১:২৩ AM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ১১:২৩ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল জোবায়েরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চেয়ারম্যানের পদত্যাগের দাবি সংবলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে নিজ বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা আবদুল্লাহ আল জোবায়েরের বিরুদ্ধে অযথা কারণ দর্শানো নোটিশ প্রদান, শিক্ষার্থীদের বাক-স্বাধীনতা হরণ, মানসিকভাবে হয়রানি, ব্যক্তিগত আক্রোশ থেকে পরীক্ষার ফলের ওপর প্রভাব, ল্যাব প্রতিষ্ঠায় ব্যর্থতা, নৈতিক স্খলনসহ বিভিন্ন অভিযোগে তার পদত্যাগ দাবি করেন।

বিজিই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সেলিম হোসেন নীল দৈনিক অধিকারকে বলেন, ‘দায়িত্বহীনতা, ক্ষমতার অপব্যবহারকারী মনোভাব ও স্বৈরাচারী আচরণের জন্য আমরা চেয়ারম্যান স্যারের ওপর অনাস্থা জ্ঞাপন করছি। আমরা তার পদত্যাগের এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করে যাবো।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহ আল জোবায়ের দৈনিক অধিকারকে জানান, ‘আন্দোলনের প্রেক্ষাপটে আমরা শিক্ষার্থীদের অভিযোগগুলো শুনতে গিয়েছিলাম কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করে। বেশ কয়েকবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কোনো ধরনের কথা বলতে রাজি হয়নি এবং তারা তাদের লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট প্রদান করবে বলে জানিয়েছে।’

Bootstrap Image Preview