Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শুক্রবার, জুন ২০২০ | ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

জয়ার জন্য মুসলমান হতে চেয়েছিলেন সৃজিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৩০ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সৃজিতের সঙ্গে জয়ার প্রেমের সম্পর্ক নিয়ে একসময় গুঞ্জন উঠেছিল টলিউডে। শোনা যায়, সৃজিত নাকি জয়ার জন্য ধর্মান্তরিতও হতে চেয়েছিলেন!’

চলতি মাসে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি বিয়ে করেছেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। তবে বিয়ের আগে সৃজিতের একাধিক ব্যর্থ প্রেমের কাহিনী মহলে শোনা যায়। ৪২ বছর বয়সি সৃজিত একবার বিয়ে করেছিলেন। তবে সে বিয়ে টেকেনি।

তবে মিথিলাকে বিয়ের আগে বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গেও সৃজিতের প্রেমের গুঞ্জন উঠেছিল।

জানা গেছে, বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান হুট করেই কলকাতায় ছবিতে অভিনয় শুরু করেন। ২০১৫ সালে কলকাতার ‘রাজকাহিনি’ ছবিতে অভিনয় করেন জয়া।

আর এ ছবির নির্মাতা ছিলেন সৃজিত। ছবি করতে গিয়েই জয়ার সঙ্গে সৃজিতের প্রেমের গুঞ্জন ওঠে। তবে বিষয়টি নিয়ে প্রথমে নীরব থাকলেও পরে গুঞ্জন নাকচ করে দেন জয়া

Bootstrap Image Preview