Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গান্ধী ও নেহেরুকে নিয়ে আপত্তিকর পোস্ট, অভিনেত্রী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯ PM

bdmorning Image Preview


সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা সবাই সামাজিক মাধ্যমে বেশ সরব। তারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে পোস্ট করে থাকেন। অন্যদের তুলনায় তাদের পোস্ট বেশি ভাইরাল হয়। তেমনই এক পোস্ট করে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী পায়েল রোহতগি।

গান্ধী ও নেহেরু পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট করায় তাকে গ্রেফতার করেছে ভারতের রাজস্থান পুলিশ। গত রবিবার (১৫ ডিসেম্বর) রাজস্থান পুলিশ আহমেদাবাদ থেকে এই অভিনেত্রীকে গ্রেফতার করেছে।

রাজস্থানের বুন্দি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার অভিনেত্রীকে রাজস্থানে নিয়ে আসা হয়। গত অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতিলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীকে নিয়ে আপত্তিকর পোস্ট করেছিলেন অভিনেত্রী। এরপর রাজস্থানের বুন্দি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে পায়েল রোহতগিকে গ্রেফতার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তরকে ট্যাগ করে টুইটে পায়েল লিখেছেন, এখন মত প্রকাশের স্বাধীনতাও চলে গিয়েছে। রাজস্থান পুলিশ আমাকে মতিলাল নেহেরুকে নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য গ্রেপ্তার করেছেন। যা আমি গুগল থেকে তথ্য নিয়ে তৈরি করেছি। বাক স্বাধীনতা একটি রসিকতা।

এর আগে ২০০৮ সালে তথ্য প্রযুক্তি আইনের ধারায় বুন্দি থানা তাকে গ্রেফতার করেছিল। সে সময় পায়েল রোহতগির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রাজস্থানের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক চর্মেশ শর্মা। পায়েল রোহতগি মতিলাল নেহেরু, জহরলাল নেহরু তার স্ত্রী কমলা নেহেরু, ফিরোজ গান্ধী এবং ইন্দিরা গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিও করে সেটি টুইটার এবং ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি।

রোহাতগি তার ক্যারিয়ার শুরু করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত ও দিয়া মির্জার সাথে। ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার অংশ হয়েছিলেন। তিনি আন্তর্জাতিকভাবে মিস ট্যুরিজম ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় মিস ইন্ডিয়া ট্যুরিজম হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। সেখানে রোহাতগি সুপার মডেল মিস ট্যুরিজম ওয়ার্ল্ডের খেতাব অর্জন করেন। পরবর্তীতে নামিদামি ব্রান্ডের মডেল হন তিনি।

২০০২ সালে তিনি ‘ইয়াহ কে হো রাহা হায়’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। পরবর্তীতে রিফিউজি, ৩৬ চায়না টাউন, পথ, প্লান, করপোরেট, হেভি বেবি, দিল কাবাডিসহ অনেক ছবিতে কাজ করেছেন। কাজ করেছেন বেশ কিছু টেলিভিশন অনুষ্ঠানে।

Bootstrap Image Preview