Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ ষোলোয় অ্যাটলেটিকো-লিভারপুল, চেলসি-বায়ার্ন, জুভ-লিওঁ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার সিটিকে পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ পেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট ও ইউরোপ সেরার বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে। অন্যদের মধ্যে বার্সেলোনা খেলবে নাপোলির বিপক্ষে, জুভেন্টাসের প্রতিপক্ষ লিওঁ। পিএসজি খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

সোমবার সুইজারল্যান্ডের নিয়নে হয়ে গেল ড্র। চ্যাম্পিয়ন হিসেবে ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে ইয়ুর্গেন ক্লপের দল খেলতে যাবে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে। আর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে কঠিন পরীক্ষা দিতে হবে ১৩বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে।

শেষ ষোলোতে চেলসির সাক্ষাৎ হবে বায়ার্ন মিউনিখের সঙ্গে। এটা আবার ২০১২’র ফাইনালের ফটোকপি ম্যাচ। সেবার বায়ার্নের বিপক্ষে জিতে অধিনায়ক হিসেবে ট্রফি উচিয়ে ধরেছিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এবার কোচ হিসেবে জার্মান ‘কাইজার’দের মুখোমুখি তিনি।

পিএসজি কোচ টমাস টুখেলকে ফিরতে হচ্ছে নিজের পুরনো ক্লাবে। ফরাসি জায়ান্টরা খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস খেলবে ফরাসি ক্লাব লিওঁর বিপক্ষে। আর হোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ আরবি লেইপজিগ। চ্যাম্পিয়ন্স লিগে এবার অভিষেক হওয়ার পরই শেষ ষোলোতে যাওয়া ইতালিয়ান ক্লাব আটালান্টা খেলবে স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বার্সেলোনা খেলবে ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম শেষ ষোলোর সবগুলো দলই ইউরোপের শীর্ষ পাঁচ লিগের। যেখানে রয়েছে ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের ক্লাব।

গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হিসেবে শেষ করে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, পিএসজি, লেইপজিগ ও ভ্যালেন্সিয়া। গ্রুপপর্বে রানার্সআপ হয় আটালান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি, লিওঁ, নাপোলি, রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম হটস্পার।

শেষ ষোলোর প্রথম লেগের খেলা হবে ফেব্রুয়ারির ১৮, ১৯, ২৫ ও ২৬ তারিখে। দ্বিতীয় লেগ মার্চের ১০, ১১, ১৭ ও ১৮। ফাইনাল হবে ৩০ মে তুরস্কের ইস্তানবুলে।

একনজরে শেষ ষোলোর ড্র
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
বার্সেলোনা-নাপোলি
আটালান্টা-ভ্যালেন্সিয়া
অ্যাটলেটিকো মাদ্রিদ-লিভারপুল
চেলসি-বায়ার্ন মিউনিখ
লিওঁ-জুভেন্টাস
টটেনহ্যাম-আরবি লেইপজিগ

Bootstrap Image Preview