Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস অনুষ্ঠান পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


নোয়াখালীর বৃহত্তর উপজেলা বেগমগঞ্জ স্টেড়িয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক স্কুলের প্রায় অর্ধ শতাধিক ছাত্র -ছাত্রী বিভিন্ন দেশাত্মকবোধক গানের নৃত্য প্রদর্শনীস,চিত্রাংকন প্রতিযোগীতা ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জের-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্জ্ব মামুনুর রশীদ কিরণ ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা ,সাবেক ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম, সহকারী কমিশনার ভুমি জনাব মোঃ কামারুজ্জামান,উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ রেজাউল করিম ভুইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ মোঃ মারুফ রিজভী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা জনাব মোস্তাফিজুর রহমান।

উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা পারভিন,উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ আবুল কাশেম, বেগমগঞ্জ থানা (অফিসার ইনচার্জ )জনাব হারুন অর রশীদ, বেগমগঞ্জ থানা (অফিসার ইনচার্জ তদন্ত)জনাব নুরে আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, জনাব মোঃ শরীফুল ইসলাম ( সিনিয়র সহ-সভাপত, বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ) ,হুমায়ূন কবির (চৌমুহনী সরকারি এস.এ কলেজ ছাত্রলীগের অন্যতম নেতা) এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিড়িয়ার সাংবাদিকবৃন্দ ।

মাননীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ত্রিশ লক্ষ শহীদদের আত্মার মাগফিরাত ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, ‘তোমাদের পাঠ্যবইয়ে বিজয় দিবস ও বঙ্গবন্ধুর সম্পর্কে সঠিক ইতিহাস ও তথ্য দেওয়া আছে সেগুলো ভালোভাবে পড়বে কখনো কারো দ্বারা ভুল তথ্য জেনে বিভ্রান্ত হবে না প্রয়োজনে তোমাদের শিক্ষকদের কাছে সহায়তা নেবে । পড়াশুনায় মনোযোগী হয়ে জ্ঞানর্চচা করে প্রকৃত মেধাবী হতে হবে। বঙ্গবন্ধুর মত দেশপ্রেমিক হতে হবে। কারণ তোমরাই আগামী নতুন প্রজন্মের কর্ণধার’।

অনুষ্ঠানে প্রায় একান্নটি প্রাথমিক মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। শৃঙ্খলাদায়িত্বে প্রশাসনের পাশাপাশি চেীমুহনী সরকারি এস.এ কলেজের বিএন.সি.সি এবং রোভার স্কাউট সদস্যরাও উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

 

Bootstrap Image Preview