Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শীর্ষস্থান পুনরুদ্ধার হলো না রিয়াল মাদ্রিদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৯ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৫১ PM

bdmorning Image Preview


ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শীর্ষস্থান পুনরুদ্ধার করা হলো না রিয়াল মাদ্রিদের। ভেলেন্সিয়ার বিপক্ষে জয় পেলেই সুযোগ ছিল টেবিলের শীর্ষে উঠার। কিন্তু ড্র করায় সেই সুযোগ থেকে বঞ্চিত হলো মাদ্রিদিস্তারা।

এদিকে, সিরি'আয় ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে জয় তুলে নিয়েছে য়্যুভেন্তাস। উদিনেসকে তারা হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। লিগ ওয়ানে জয় পেয়েছে পিএসজি। সেইন্ট এতিয়েনকে তারা হারিয়েছে ৪-০ গোলের ব্যবধান।

রিয়াল সোসিয়েদাদের বিপেক্ষে ড্র করায় শঙ্কা জেগে ছিল বার্সেলোনার শীর্ষস্থান খোয়ানোর। এ ম্যাচে ভেলেন্সিয়ার বিপক্ষে যেকোন ব্যবধানে জয় পেলেই লিগ টেবিলের নেতৃত্ব দিতো রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্য অরেঞ্জদের কাছে হোচট খেয়ে শীর্ষে উঠা হলো না লস ব্লাঙ্কোসদের।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ভালই পাল্লা দেয় ভেলেন্সিয়া। ম্যাচের ৭৮ মিনিটে গোল করে বসে স্বাগতিকরা। হারের শঙ্কা জাগে রিয়ালের। নির্ধারিত সময় এগিয়ে থাকে স্বাগতিকরা।ইনজুরি সময়ের শেষ মিনিটে কপাল পুড়ে দ্য অরেঞ্জদের। বেঞ্জেমার গোলে সমতায় ফেরে রিয়াল। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু'দল। ফলে টেবিলের শীর্ষে উঠা হলো না জিদান বাহিনীর।

রিয়াল না পারলেও উদিনেসের বিপক্ষে জয় তুলে নিতে ভুল করেনি য়্যুভেন্তাস। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে উৎসবের উপলক্ষ এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাত্র ৯ মিনিটে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন।ম্যাচের ৩৭ মিনিটে আবারো রোনালদো ম্যাজিক। হিগুইনের অ্যাসিস্ট থেকে গোল করে ২-০তে এগিয়ে নেন দলকে।৮ মিনিট পর আবারো স্কোর য়্যুভেন্তাসের। বনুচ্চির গোলে ৩-০তেএগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

বিরতি থেকে ফিরে অবশ্য রক্ষণাত্মক উদিনেস। গুছিয়ে নিয়ে আক্রমণে যায় তারা। ইনজুরি সময়ে পুসেত্তোর গোলে শুধু ব্যবধান কমেছে। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। জয় পেলেও শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে ইন্টারমিলান। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে য়্যুভেন্তাস।

আরেক ম্যাচে বড় জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। সেইন্ট এতিয়েনের বিপক্ষে হেসে খেলে জয় তুলে নিয়েছে দ্য পারসিয়ানরা শুরুটা ম্যাচের ৯ মিনিটে করেন প্যারেডস। ১-০'তে লিড নেয় ফরাসী চ্যাম্পিয়নরা।

এরপর লম্ব সময় রক্ষণ সামলে রাখে এতিয়েন। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে পারত সফররতরা। ৪৩ মিনিটে এমবাপ্পের করা গোলে সে সুযোগ বঞ্চিত স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৭২ মিনিটে গোল করেন ইকার্দি। ৩-০'তে লিড নেয় পিএসজি। ৮৯ মিনিটে আরো এক গোল করেন এমবাপ্পে। পলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিস সেইন্ট জার্মেই।

Bootstrap Image Preview