Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাহাথির: ইরানে মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:৪২ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:৪২ AM

bdmorning Image Preview


মধ্যপ্রাচ্যের ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি। এমনটাই দাবি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

শনিবার (১৪ ডিসেম্বর) কাতারে রাজধানী দোহায় অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।কর্তৃপক্ষের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’ জানায়, ‘দোহা ফোরামে’ অংশ নিতে বিশ্বের প্রবীণতম এই প্রধানমন্ত্রী বর্তমানে কাতারে অবস্থান করছেন।

সেখানে তিনি দেশটির আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এ সময় ড. মাহাথির ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের তীব্র সমালোচনা করেন।

মাহাথির মোহাম্মদ বলেন, ‘তেল সমৃদ্ধ দেশ ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপকে আমরা কখনোই সমর্থন করি না। দেশটির ওপর এসব নিষেধাজ্ঞা কারণে মালয়েশিয়াসহ বিভিন্ন রাষ্ট্র ইরানের বড় একটি বাজার হারিয়েছে। যা স্পষ্টতই জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

মালয় প্রধানমন্ত্রীর ভাষায়, ‘একমাত্র জাতিসংঘই কেবল তার সনদের আওতায় এমন অবরোধ আরোপ করতে সক্ষম।’

এর আগে ২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় জাতির পরমাণু চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র নিজেদের বের করে নেন। একই সঙ্গে ওবামা আমলে স্বাক্ষরিত চুক্তিটিকে 'ক্ষয়িষ্ণু ও পচনশীল' আখ্যা দিয়ে তেহরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর পরপরই এই দুদেশ মধ্যকার সম্পর্কে এক বৈরিতা দেখা দেয়, যা এখনো অব্যাহত আছে।

সে বছরের জুনে ভিয়েনায় নিরাপত্তা পরিষদের ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরকারী পাঁচ সদস্য দেশ হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান)।

Bootstrap Image Preview