Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওপেনার নাঈম শেখের অসাধারণ ইনিংসে ১৫৭ রান সংগ্রহ করলো রংপুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৩ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসরে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আট উইকেটে ১৫৭ রান করেছে রংপুর রেঞ্জার্স। ওপেনার নাঈম শেখের অসাধারণ ইনিংসে এই রান সংগ্রহ করে রংপুর।

ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম ম্যাচে মাঠে ফিরেই রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। আফগান হার্ডহিটার ওপেনার মোহাম্মদ শাহজাদকে মাত্র ৯ রানে তুলে নেন কেসরিক উইলিয়ামস। তবে আরেক পাশ আগলে লড়াই চালিয়ে যান নাইম।

তবে শেষের দিকে নাঈমের ক্যাচ আউট পরপর ২টি রান আউট গতি কমিয়ে দেয় রংপুরের। ফলে ২০ ওভার শেষে বড় রানের টার্গেট দাড়িয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য।

বল হাতে চট্টগ্রামের হয়ে ২ উইকেট নিয়েছেন উইলিয়াম। ১টি করে উইকেট পেয়েছেন মাহমুদউল্লাহ, রুবেল ও নাসির।
স্কোর: 

রংপুর রেঞ্জার্স: ১৫৭/৮ (২০) মোহাম্মদ নাইম ৭৮, মোহাম্মদ নবী ২১; উইলিয়ামস ৩৫/২।

Bootstrap Image Preview