Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এমবাপে হারিয়ে দিল মেসি-রোনালদোকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০১:০১ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০১:০১ PM

bdmorning Image Preview


মাত্র ২১ বছর বয়সেই ক্লাব পর্যায়ে ১০০ গোল করে ফেলেছেন এমবাপে। এই বয়সে মেসি বা রোনালদো কেউই ১০০ গোলের গণ্ডি পেরোতে পারেননি। গোলসংখ্যায় লিওলেন মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোকে কি টক্কর দেবেন কাইলিয়ান এমবাপে? এখনো পর্যন্ত যা ইঙ্গিত তাতে পরিসংখ্যান ফরাসি তারকার পক্ষেই।

মেসি ১০০ গোলে পৌঁছেছিলেন ২২ বছর ছ’মাস বয়সে। সিআর সেভেন সেই কৃতিত্বে পৌঁছান ২২ বছর ১১ মাস বয়সে। এমবাপে আগে মোনাকোর হয়ে করেছিলেন ২৭ গোল। এখন পিএসজির হয়ে ৭৩ গোল হয়ে গেছে তার। গোলের সেঞ্চুরিতে টপকে গেলেও সাবেক সতীর্থ মেসি বন্দনায় মেতে আছেন রোনালদিনহো। তবে বন্দনা করলেও মেসিকে এখনই সর্বকালের সেরা বলতে নারাজ বার্সেলোনার সাবেক সুপারস্টার।

ব্রাজিলিয়ান কিংবদন্তি একটা সময় বার্সেলোনায় তার সঙ্গে খেলেছেন প্রায় চার বছর। সেই সতীর্থকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদিনহো বলেন, ‘নিজের সময়ে মেসি অবশ্যই সেরা। এটুকু বলা যেতে পারে, ডিয়াগো ম্যারাডোনা, পেলে ও ব্রাজিলিয়ান রোনালদোর সঙ্গে এক পংক্তিতে বসার জন্য মেসি লড়াই চালিয়ে যাচ্ছে। তার সম্পর্কে কোনো কিছুই যথেষ্ট নয়।’

ষষ্ঠ ব্যালন ডি’অর পাওয়া নিয়ে উচ্ছ্বাস গোপন করেননি তিনি। তার কথায়, ‘মেসি কোথায় শেষ করবে, তা মেসিই জানে না। আরও ব্যালন ডি’অর পাবে। এখনো ফুটবলের প্রতি তার নিষ্ঠা অটুট।’

সর্বকালের সেরা মেসি। এই প্রসঙ্গে তার মন্তব্য, ‘খুব কঠিন এই মন্তব্য করা। চূলচেরা বিশ্লেষণ করতে হবে। তবে সেই আলোচনার সময় আসেনি।’

Bootstrap Image Preview